উগান্ডার ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উগান্ডার একটি জাতিগত ভাষাগত মানচিত্র

ইংরেজি ভাষা উগান্ডার সরকারি ভাষা। এছাড়া দেশটিতে প্রায় ৪১টির মত ভাষা প্রচলিত।[১] এদের মধ্যে উল্লেখযোগ্য হল লুগান্ডা বা গান্ডা ভাষা, ন্‌কোলে ভাষা, তেসো ভাষা এবং রুয়ান্ডা ভাষা। এছাড়া ভারতীয় উপমহাদেশ থেকে আগত অভিবাসী জনগোষ্ঠীর বহু লক্ষ ব্যক্তি গুজরাটি ভাষাহিন্দি ভাষাতে কথা বলেন। ইংরেজি ভাষা, গান্ডা ভাষা ও সোয়াহিলি ভাষা সার্বজনীন ভাষা হিসেবে ব্যাপক প্রচলিত। সরকারি ভাষা হিসাবে ইংরেজী রয়ে গেছে [২] এবং আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Makokha, Rita (২০২১-০২-১২)। "The Official and Unofficial Languages of Uganda"Bunny Studio Blog (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 
  2. Mpuga 2003

বহিঃসংযোগ[সম্পাদনা]