চন্দ্র বিচরণ যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নমুনা প্রত্যানয়ন ও বিচরণযান অভিযানগুলির অবতরণ স্থল, যেগুলিকে শিলালক্ষণের উপর উপরিপাতিত করা হয়েছে। লাল: পুরাতন চান্দ্র উচ্চভূমি; নীল: নবীন চান্দ্র উচ্চভূমি; হলুদ: চান্দ্র সমুদ্র (উচ্চ টাইটানিয়াম); সবজে-নীল: চান্দ্র সমুদ্র (নিম্ন টাইটানিয়াম)

চন্দ্র বিচরণ যান বা চন্দ্রপৃষ্ঠ বিচরণ যান বলতে এক ধরনের মহাকাশ অনুসন্ধানমূলক বিচরণ যানকে বোঝায়, যেটিকে চন্দ্রপৃষ্ঠের উপরে বিচরণ করার জন্য নকশা করা হয়। ইংরেজিতে একে লুনার রোভার বা মুন রোভারবলা হয়।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা-র অ্যাপোলো কর্মসূচির অন্তর্গত অ্যাপোলো ১৫, অ্যাপোলো ১৬অ্যাপোলো ১৭ অভিযানগুলির মহাকাশচারী যানচালকেরা "লুনার রোভিং ভেহিকলঃ নামক চন্দ্র বিচরণ যানটি চাঁদের বুকে চালিয়েছিলেন। অন্যান্য চন্দ্র বিচরণ যানগুলি আংশিক বা সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় রোবট দ্বারা চালিত। এদের মধ্যে আছে সোভিয়েত ইউনিয়নের "লুনাখোদ", চীনের "ইউথু" এবং ভারতের "প্রজ্ঞান"। এ পর্যন্ত চারটি দেশ চন্দ্রপৃষ্ঠে বিচরণ যান পরিচালনা করেছে : সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া), মার্কিন যুক্তরাষ্ট্র, চীনভারতজাপানগ্রিসে অনুরূপ অভিযান কর্মসূচি বর্তমানে পরিকল্পনাধীন আছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]