ক্ষীরমোহন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্ষীরমোহন
ক্ষীরমোহন
প্রকারমিষ্টান্ন
উৎপত্তিস্থলভারত
পরিবেশনগরম, ঠান্ডা, বা কক্ষ তাপমাত্রা
প্রধান উপকরণছানা, চিনি
ভিন্নতাপাহালা রসগোল্লা
অনুরূপ খাদ্যওড়িয়া রসগোল্লা

ক্ষীরমোহন[১] (ওড়িয়া: କ୍ଷୀର ମୋହନ) হলো ওড়িশায় জনপ্রিয় একটি ননি যুক্ত মিষ্টান্ন। এটি চিনি দিয়ে তৈরি ছানা ও সিরাপ দিয়ে তৈরি করা হয়। ক্ষীরমোহনের বংশধর[২] সম্ভবত ওড়িয়া রসগোল্লা ছিলো, ওড়িশার খাদ্য ঐতিহাসিকরা প্রস্তাব করেছেন যে পুরীর জগন্নাথ মন্দিরে দেবী লক্ষ্মীকে উৎসর্গ করার জন্য ওড়িশায় ক্ষীরমোহন আবিষ্কৃত হয়েছিলো।

এটিকে ক্ষীর মোহনা বা ক্ষীরামোহন নামেও ডাকা হয় (বাদামী রসগোল্লা)।[৩]

ক্ষীরমোহন ঝাড়খণ্ডের চৌপারানে খুব জনপ্রিয় এবং চৌপারানে ডজনেরও বেশি দোকান পাওয়া যায় যেখানে ক্ষীরমোহন মিষ্টি সরবরাহ করা হয়।[৪] [৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]