কাইতলা জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাইতলা জমিদার বাড়ি
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
অবস্থান
অবস্থাননবীনগর উপজেলা
দেশবাংলাদেশ
স্থাপত্য
সৃষ্টিকারীবিশ্বনাথ রায় চৌধুরী

কাইতলা জমিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন। যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

প্রায় দুইশত বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে এই জমিদার বাড়িটির অবস্থান। কাইতলা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা বিশ্বনাথ রায় চৌধুরী। বিশ্বনাথ রায় চৌধুরী ছিলেন ভারতের কলকাতার শিমগাঁওয়ের বাসিন্দা। জমিদার বিশ্বনাথ রায় চৌধুরীর তিন ছেলে ছিল। তিন ছেলের নাম - তিলক চন্দ্র রায় চৌধুরী, অভয় চন্দ্র রায় চৌধুরী ও ঈশান চন্দ্র রায় চৌধুরী। নবীনগর উপজেলায় এখনো এই কাইতলা জমিদারদের কিছু স্মৃতি রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো, অভয়নগর গ্রাম, যা অভয় চন্দ্র রায় চৌধুরীর নামানুসারে করা হয়েছে। তারপর মেহেরী ইউনিয়নের একটি গ্রামের নাম ঈশান নগর, যা ঈশান চৌধুরীর নামানুসারে করা হয়েছে। এবং কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়, যা ঈশান চৌধুরীর ছেলে যজ্ঞেশ্বরের নামানুসারে করা হয়েছে। আবার যজ্ঞেশ্বরের স্ত্রী সুখমনি রায়ের নাম একটি দীঘি রয়েছে। দীঘিটি চল্লিশ একর জায়গা নিয়ে করা হয়েছে। এই দীঘিটির নাম হলো সুখসাগর দীঘি। এখন জমিদার বাড়ির জমিদারি না থাকলেও এইরকম আরো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কাইতলা জমিদার বাড়ির। [১] [২]

বর্তমান অবস্থা[সম্পাদনা]

বর্তমানে এখানে জমিদার বাড়ির প্রাসাদ, একটি দিঘী ও একটি জলাশয় রয়েছে।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]