ওবায়দুল হক নঈমী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নঈমী (জন্ম: ১১ মার্চ ১৯৪৩ – মৃত্যু: ৬ জুলাই ২০২০) ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ ও সংগঠক। তিনি শেরে মিল্লাত হিসাবেও অধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের চেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শায়খুল হাদীস।[১][২]

মুফতি

ওবায়দুল হক নঈমী
উপাধিশেরে মিল্লাত
ব্যক্তিগত তথ্য
জন্ম
মোহাম্মদ ওবায়দুল হক

১১ মার্চ, ১৯৪৩
মৃত্যু৬ জুলাই ২০২০(2020-07-06) (বয়স ৭৭)
সিএসসিআর হাসপাতাল, চট্টগ্রাম
সমাধিস্থলআলমগীর খানকাহ শরীফ সংলগ্ন কবরস্থান, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, চট্টগ্রাম
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশী
সন্তান
পিতামাতা
  • মুনশি নূর আহমদ (পিতা)
  • ছফুরা খাতুন (মাতা)
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
উল্লেখযোগ্য কাজদালায়েলুল ক্বিয়াম লি মিলাদে খাইরিল আনাম, কাশিফুল মুগাম্মাদ শরহে মু’আত্তা ইমাম মুহাম্মদ (মুয়াত্তা গ্রন্থের ব্যাখ্যা)
শিক্ষাওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা
শিক্ষকআহমদ ইয়ার খান নঈমী, আমীমুল ইহসান
তরিকাকাদেরী
পেশাইসলামী পণ্ডিত
মুসলিম নেতা
পূর্বসূরীকাযী নুরুল ইসলাম হাশেমী
উত্তরসূরীকাযী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী
পেশাইসলামী পণ্ডিত
আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের চেয়ারম্যান
কাজের মেয়াদ
২৩ ডিসেম্বর ২০১৯ – ৬ জুলাই ২০২০
পূর্বসূরীকাযী নুরুল ইসলাম হাশেমী
উত্তরসূরীকাযী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী

জীবনকাল[সম্পাদনা]

ওবায়দুল হক নঈমী ১৯৪৩ সালের ১১ মার্চ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাঁপাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুনশি নূর আহমদ আল কাদেরী ও মাতার নাম ছফুরা খাতুন। [৩] তিনি মাযহাবগত হানাফি ও তরিকতগত কাদেরী ছিলেন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

ওবায়দুল হক নঈমী গ্রামের মক্তবে পড়াশোনা শুরু করেন৷ তিনি চট্টগ্রামের প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৬২ ও ১৯৬৪ সালে পশ্চিম পাকিস্তানের গুজরাতের জামেয়া নঈমীয়ায় গমন করেন। সেখানে মুফতি আহমদ ইয়ার খান নঈমী এর অধীনে ফিক্বহশাস্ত্রে কোর্স করেন। ১৯৬৫ সালে ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি শিক্ষাজীবন শেষে ওয়াজেদিয়া আলিয়া মাদরাসাতে ১৯৬৬ সালে যোগদান করেন। সেখানে এক বছর শিক্ষাদানের পর ১৯৬৭ সালে হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া মাদরাসায়ও এক বছর শিক্ষকতা করেন। ১৯৬৮ সালে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় মুহাদ্দিস পদে যোগদান করে ১১ বছর উক্ত পদের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে পটিয়ার শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় একবছর মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করার পর পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে শায়খুল হাদীস (প্রধান মুহাদ্দিস) পদে যোগদান করে ৪০ বছর উক্ত পদের দায়িত্ব পালন করেন।

সাংগঠনিক দায়িত্ব[সম্পাদনা]

ওবায়দুল হক নঈমী বাংলাদেশের ইসলামি দল আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত উক্ত পদের দায়িত্ব পালন করেন।[৪]তিনি ছিলেন ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ও রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আনজুমান ট্রাস্টের নির্বাহী সদস্য ছিলেন। লন্ডনভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড ইসলামিক মিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

অবদান[সম্পাদনা]

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে মাওলানা কাযী নুরুল ইসলাম হাশেমীর সাথে ভূমিকা পালন করেন। তিনি মাসিক তরজুমানসহ বিভিন্ন পত্রিকা ও প্রকাশনায় লেখালেখি করতেন। এছাড়া তিনি বেশ কিছু বই লিখেছেন। উল্লেখযোগ্য হল- দালায়েলুল ক্বিয়াম লি মিলাদে খাইরিল আনাম, ইমাম মুহাম্মদ (রা.) এর মুয়াত্তা গ্রন্থের ব্যাখ্যা কাশিফুল মুগাম্মাদ শরহে মু’আত্তা ইমাম মুহাম্মদ। তিনি সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ থেকে কাদেরিয়া তরিকার দীক্ষা নেন।

মৃত্যু[সম্পাদনা]

ওবায়দুল হক নঈমী ২০২০ সালের ৬ জুলাই চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে চট্টগ্রামের ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মুফতি ওবাইদুল হক নঈমী; এক কালজয়ী মনীষা"www.senaninews.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (র.): এক ক্ষণজন্মা ইসলামী ব্যক্তিত্ব"www.dailypurbodesh.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী স্মরণে"www.priyo.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "আল্লামা নঈমীর নেতৃত্বে আহলে সুন্নাত জামা'আতের কমিটি"www.risingbd.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী আর নেই"www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]