আলাপ:ম্যালেরিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আড়ষ্ট অনুবাদকৃত অংশ মুছে ফেলা[সম্পাদনা]

স্বয়ংক্রিয় অনুবাদগুলো মূল নিবন্ধ থেকে মুছে ফেলা হয়েছে, তা এক হিসেবে ঠিক থাকলেও, সাথে সাথে সেগুলোকে আলাপ পাতায় বা টেস্ট পেজে সরিয়ে ফেলা যায়। এরপর এখান থেকে সেটাকে উপযুক্ত করে তারপর মূল পাতায় দেওয়া যায়। সরাসরি না মুছে, এতোগুলো তথ্য এভাবে কোথাও রেখে দেওয়া যায় বলে মনে করি, কারণ লেখক যখন নিজেই সংস্কারে উৎসাহী হয়ে উঠেছেন তাঁকে একটা সুযোগ দেওয়া উচিৎ। — তানভির আলাপ অবদান ১৬:৪০, ১৭ নভেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

চমৎকার পরামর্শ। আমি সংশ্লিষ্ট লেখকের যোগ করা অংশটুকু ব্যবহারকারী:Nidhi729/ম্যালেরিয়া পাতায় সরিয়ে দিলাম। আশা করি তিনি এই সাব-পেইজটি মেরামত করবেন। ইতিপূর্বে তিনি অনেকগুলো নিবন্ধ ট্রান্সলেটর দিয়ে আধা-অনুবাদ করে যোগ করলেও পরে আর এক বারও সেগুলোর দিকে নজর দেননি। Assuming good faith, আমি আশা করছি তিনি অন্তত এইবার ম্যালেরিয়া ভুক্তিটি নিয়ে কাজ করবেন। যদি না করেন, তাহলে এই লেখকের পরবর্তী সম্পাদনা নিয়ে ভাবতে হবে ... নতুন তথ্য দিলেও বিভিন্ন নিবন্ধের খুব একটা উপকার কিন্তু হচ্ছে না, বরং ভুলভাল বাংলাতে নিবন্ধগুলোতে বিশাল গ্যাঞ্জামই বেধে যাচ্ছে। উৎসাহী এই লেখককে আমি স্বাগত জানাই, কিন্তু তার পাশাপাশি সম্পাদনায় আরেকটু যত্নবান হবারও অনুরোধ জানাই। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৪৫, ১৭ নভেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]