আলাপ:ভারতের সংবিধানের প্রস্তাবনা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Joy কর্তৃক ১৬ বছর পূর্বে "ভারতের সংবিধানের অনুবাদ" অনুচ্ছেদে

সংবিধানের মূল লেখা এখানে দেয়া যাবে না, এধরণের লেখার স্থান হলো উইকিসংকলন ... দয়া করে সেখানে এই লেখা যোগ করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৫:২৪, ৩০ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

বিশ্বকোষ হিসাবে উইকিপিডিয়াতে সংবিধান সহ অন্য যেকোনো দলিলের বর্ণনা দেয়া যেতে পারে, কিন্তু হুবুহু মূল লেখা এখানে রাখা যাবে না। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৬, ৩০ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
english wiki তে কিন্তু হুবুহু মূল লেখা আছে। জয়ন্ত নাথ ০৮:২৮, ৩০ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
একটু ভালো করে দেখুন, ইংরেজি উইকিতে কিন্তু "প্রস্তাবনা" অংশটুকু পুরো নিবন্ধের অংশ মাত্র ... নিবন্ধটি মূলত সংবিধানের প্রস্তাবনার ব্যাখ্যা ও পর্যালোচনা। সেটা দিলে সমস্যা হবে না এখানেও। আর আরেকটা কথা ... ভারতের সংবিধান তো ইংরেজিতে লেখা, তাই না? তাহলে অনুবাদ করাটা আমাদের ঠিক হবে কি? এখানে মূল ইংরেজি লেখা দিয়ে তার পর্যালোচনা করুন। --রাগিব (আলাপ | অবদান) ১৫:১০, ৩০ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঃ আমি সেটাই করবো। একটু সময় দিন। জয়ন্ত নাথ ০৫:২৫, ২ মে ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

ভারতের সংবিধানের অনুবাদ[সম্পাদনা]

আর একটা কথা ভারতের সংবিধান কিন্তু ভারতের সকল ভাষাতেই অনুদিত হয়েছে।দেখুন জয়ন্ত নাথ ১৪:২৮, ২ মে ২০০৮ (ইউটিসি)উত্তর দিন