আলাপ:নৌকাবাইচ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ibrahim Husain Meraj কর্তৃক ১০ বছর পূর্বে "একত্রীকরন" অনুচ্ছেদে

বাইচ খেলার নামের উত্‌স পড়ে খুব ভাল লাগল। আমারও শব্দের ব্যুত্‌পত্তি ও বিবর্তন সম্বন্ধে ভাবতে ভালো লাগে। যেমনআলাপ:ডেকচি। বাইচ খেলার নামের উত্‌স সম্বন্ধে একটা কোন তথ্যসূত্র পেলে সেটা এখানেও যোথাযথ হবে আর আমি সেটা পেলে বীরভূমের বাইচ খেলার উপর আরেক্টু তথ্যসূত্র সহ জুড়ে বীরভূম পাতাটায় দেব ভাবছি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২০:৩৮, ২১ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

নৌকা বাইচ <> নৌকাবাইচ[সম্পাদনা]

সম্প্রতি ব্যবহারকারী আরিফ হোসেন সাঈদ নিবন্ধের নাম "নৌকাবাইচ"-এর বদলে "নৌকা বাইচ" রাখার প্রস্তাব করেছেন

বাংলাপিডিয়াতেও নিবন্ধের নাম "নৌকা বাইচ"। তবে বাংলাপিডিয়াতে "লোকউৎসব" নিবন্ধে জনাব মোমেন চৌধুরী "নৌকাবাইচ" ব্যবহার করেছেন। তাই তৃতীয় উৎস থেকে নিঃসন্দেহ হওয়ার অবকাশ আছে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৩, ২৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

তাহলে কি নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত দুটো নামে একই নিবন্ধ থাকবে? ধন্যবাদ।--আরিফ হোসেন সাঈদ (আলাপ) ২০:১৩, ২৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

এমন একাধিক তৃতীয় পক্ষ পাওয়া যাবে যারা 'নৌকাবাইচ' ও 'নৌকা বাইচ' দুটিকেই প্রাধান্য দিয়েছেন। কিন্তু শিরোনামের ক্ষেত্রে 'নৌকাবাইচ' এর চেয়ে 'নৌকা বাইচ' শব্দটিই বেশি গ্রহণযোগ্য দেখায়। যদি উইকিপিডিয়ায় এ নিয়ে কোন বিতর্ক না থাকে তবে 'নৌকা বাইচ' নিবন্ধটি রেখে অন্যটি বাদ দেওয়া হোক। ধন্যবাদ।--আরিফ হোসেন সাঈদ (আলাপ) ১৪:১৪, ২৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

পাঁচ দিন হয়ে গেল কোন জবাব পেলাম না।--আরিফ হোসেন সাঈদ (আলাপ) ১৮:৪৩, ৩০ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

একত্রীকরন[সম্পাদনা]

নিবন্ধটি নৌকা বাইচ নিবন্ধের সহিত একত্রীকরন করা হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৯:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন