আলাপ:তিন গোয়েন্দা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ২ বছর পূর্বে "Copyright infringement" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

তিন গোয়েন্দার উল্লেখযোগ্যতা বিষয়ে প্রশ্ন উঠলো বলে আশ্চর্য হয়েছি। তবে একথা অনস্বীকার্য যে, Google-এ "তিন গোয়েন্দা" লিখে সার্চ দিলে কয়েকটা ব্লগ সাইট ছাড়া লেখা নিবন্ধ পাওয়া যায় না। তাই উল্লেখযোগ্য উৎস থেকে তথ্যসূত্র দেয়া সম্ভব হয়নি আজ অবধি। সেজন্যে আমার মতে, বিবেচনার বিষয় হলো: যে কারণে শাবানা কিংবা শাবনূর নিবন্ধে তথ্যসূত্র ছাড়া এরা উল্লেখযোগ্য হতে পারেন, সেই একই কারণে তিন গোয়েন্দাও উল্লেখযোগ্য হতে পারে। কেননা বাংলাদেশের সিনেমা দর্শকদের কাছে যেমন শাবানা, শাবনূর উল্লেখযোগ্য তথ্যসূত্র ছাড়াই পরিচিত এবং একবাক্যে তাদের সম্বন্ধে তথ্য পাওয়া যাবে, তেমনি কিশোর-কিশোরীদের কাছে পাওয়া যাবে তিন গোয়েন্দা সম্পর্কে। উল্লেখযোগ্যতার প্রশ্নটি মূলত কেন, তা এখানে বিবেচনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।‍‍‍ ধন্যবাদ।Mayeenul Islam (আলাপ) ১৫:৩৩, ১ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

তিন গোয়েন্দা উল্লেখযোগ্য এটি আমারও ব্যক্তিগত মত। কিন্তু নিবন্ধে যথাযথ তথ্যসূত্র প্রয়োগের মাধ্যমেই যে উল্লেখযোগ্যতা প্রমাণ করতে হয়। :) — তানভিরআলাপঅবদান১৯:২৪, ১ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধে যথাযথ তথ্যসূত্র প্রয়োগের মাধ্যমেই যে উল্লেখযোগ্যতা প্রমাণ করতে হয়। :)
তানভির ভাই, :(
তিন গোয়েন্দার নামে ইন্টারনেটের ভালো কিছু ব্লগ আর ফোরাম বোধহয় যথেষ্ট হবে না। দেখি অফলাইনে কিছু পাওয়া যায় কিনা। একটা ব্যাপারে বাংলা উইকিপিডিয়াকে কি আমরা পরিবর্তন করে নিতে পারি কিনা যে, উল্লেখযোগ্যতার ক্ষেত্রে যেসকল নিবন্ধ "নাম দিয়ে উল্লেখযোগ্য" মানে যেমনটা শাবানা, শাবনূর, সেগুলোর উল্লেখযোগ্যতা প্রমাণে মুহুর্মুহূ রেফারেন্স না হলেও চলবে...(?) কারণ বাংলা উইকিপিডিয়ায় তথ্যসূত্র দেয়ার মতো উল্লেখযোগ্য তথ্যসূত্র কবে যে তৈরি হবে, আল্লাহই জানেন। যদিও আপনি এক কথায় বলে দিতে পারেন এর দায় উইকিপিডিয়ার নয়। কিন্তু তবু কি আমরা বৃহত্তর স্বার্থে উল্লেখযোগ্যতার ধারণাটাকে একটু বদলে নিতে পারি? কেননা আমার কাছে যা তথ্যসূত্র আছে, তাতে তিন গোয়েন্দা যে বহুল পঠিত এবং এর চাহিদা আছে, তা প্রমাণে একটা জরিপের ফলাফল দিতে পারি, যা উল্লেখযোগ্য জরিপ, নিঃসন্দেহে। কিন্তু তা বোধহয় একাই উল্লেখযোগ্যতা প্রমাণ করবে না।Mayeenul Islam (আলাপ) ০১:৪৫, ২ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আরেকটা প্রশ্ন, যেহেতু নামটা উল্লেখযোগ্য, শুধুমাত্র তথ্যসূত্র নেই; সেক্ষেত্রে unref ট্যাগ করাই কি যথেষ্ট ছিলো না?Mayeenul Islam (আলাপ) ০২:৪৪, ২ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন
ইন্টারনেটে যথেষ্ট সাড়া কিন্তু তিন গোয়েন্দার পক্ষে পাওয়া যাচ্ছে আর আপনার উল্লেখযোগ্য জরিপের ফলাফলও উল্লেখযোগ্য। যেগুলো উল্লেখযোগ্য আমরা জানি, সেগুলোতে রেফারেন্স না থাকলেও ট্যাগ লাগানো হয় না, কিন্তু একবার ট্যাগ লাগানো হলে তো উল্লেখযোগ্যতাটা প্রমাণ করা জরুরী হয়ে পড়ে তাই না? না প্রমাণ করেই যদি ট্যাগটা সরিয়ে ফেলি, তবে আর ট্যাগটার মূল্য রইলো কই? তবে উল্লেখযোগ্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে, [১], [২], [৩]। তিন নম্বর লিংকটিতে অনেক তথ্যও পাওয়া যাবে। ২য় লিংকটিতে তিন গোয়েন্দাকে অন্যতম বাংলা টিনএজ ক্লাসিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিন গোয়েন্দা সংক্রান্ত সংবাদ উল্লেখযোগ্য অনেক পত্রিকায়ও এসেছে কিছুবার। — তানভিরআলাপঅবদান০৭:১৪, ২ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্য হলো দেখে যার-পর-নাই খুশি লাগছে। এরকম একটি লেখা উল্লেখযোগ্যতার কারণে মুছে ফেলা হলে দুঃখের সীমা থাকতো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ উল্লেখযোগ্যতা প্রমাণের জন্য। ধন্যবাদ।Mayeenul Islam (আলাপ) ০৭:৫৮, ২ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ভিনভাষা সংযোগ[সম্পাদনা]

তিন গোয়েন্দা নিবন্ধে যেসব ভিনভাষার সংযোগ দেয়া হয়েছে, তা আমার মতে যথার্থ বা সঠিক নয়। কারণ বাংলায় "তিন গোয়েন্দা" বলে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত যে বহুল প্রচারিত সিরিজের কথা বোঝানো হচ্ছে, ইংরেজি উইকিপিডিয়ার "Three Investigators" দ্বারা সেই সিরিজকে বোঝানো হচ্ছে না। একই সাথে অন্যান্য ভাষার নিবন্ধগুলোতে দেয়া লিঙ্কও সঠিক নয়। তাই আমি এই লিংকগুলো অপসারণ করার এবং সঠিক লিংক যদি থেকে থাকে, তাতে সংযোগ দেয়ার অনুরোধ করছি। ধন্যবাদ।Mayeenul Islam (আলাপ) ১৫:৩৯, ১ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আমারো তাই মত। সেবা প্রকাশনীর তিন গোয়েন্দা বিদেশি গল্প অবলম্বনে লেখা হলেও সম্পূর্ণ পৃথক একটি গোয়েন্দা ধারাবাহিক। তাই এই আন্তভাষা সংযোগগুলো সরিয়ে নেওয়া যায়। — তানভিরআলাপঅবদান১৯:২২, ১ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

তিন গোয়েন্দার উপরে ইংরেজি উইকিতে ভুক্তি আছে। সেখানেই ইন্টারউইকি লিঙ্ক দেয়া চলে। --রাগিব (আলাপ | অবদান) ২০:৪৫, ১ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

তাই পরে সেখানেই সংযুক্তি দিয়ে দিয়েছি। ধন্যবাদ।Mayeenul Islam (আলাপ) ০১:২৭, ২ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

তিন গোয়েন্দার ইংলিশ পেজের সব চরিত্রের পূর্ণ বর্ননা দিলে ভাল হবে। Md.Mostaiz Uddin (আলাপ) ০৮:১৩, ১৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Copyright infringement[সম্পাদনা]

The Bengali books are a clear case of blatant plagiarism. Meusha (আলাপ) ১৫:২০, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meusha: সুধী, অনুগ্রহপূর্বক বাংলা উইকিপিডিয়ায় বাংলা ভাষায় ও বাংলা অক্ষর ব্যবহার করে লিখুন। আর আপনার বক্তব্যকে সমর্থন করে এমন কোনো তথ্যসূত্র আপনি সরবরাহ করেননি, নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করলে সেই তথ্য নিবন্ধে অবশ্যই যুক্ত করা হবে। কিন্তু বারবার পুনর্বহাল করার পরও একই তথ্য যোগ করা ধ্বংসপ্রবণতার সামিল। — নাফিউল(আলাপ) ১৫:৫১, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ নাফিউল I am not entirely sure what reference you would like to have. One simply requires to read the English books and contrast them with the Bengali books. I'll put some reference to the original three investigator books. And I have no idea what you mean by ধ্বংসপ্রবণতা. You're NOT using the word correctly. Do you mean to say vandalism? I'm no vandal. Just trying to wake the Bangladeshis up from their embarrassing past.
@Meusha: সুধী, আপনি কি বলেছেন আমি তা বুঝতে পারছি না। অনুগ্রহপূর্বক আপনার বক্তব্য বাংলায় লিখুন। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৯, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
প্রতিটি বাক্যর জন্য তথ্যসূত্রের প্রয়োজন হয় না আর এই আর্টিকেলে তা নেই! বাংলাতে এ বিষয়ে তো কোনো মৌলিক গবেষণা নেই।  তাই কোনো তথ্যসূত্র দেয়া সম্ভব নয়। তবে আমি ইংরেজি বইগুলোর একটা লিংক দিতে পারি যাতে এটা সম্পূর্ণ পরিষ্কার। আপনি ইংরেজি বোঝেন না শুনে অবাক হলাম। উইকিপিডিয়া সম্পাদনা করতে চাইলে আপনার ইংরেজি জানা উচিত। আমার সম্পাদনা বারবার মুছে ফেলে আসলে আপনি সত্য সাপ্রেস করছেন। -- Meusha (আলাপ) ১১:৩০, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান প্রতিটি বাক্যর জন্য তথ্যসূত্রের প্রয়োজন হয় না আর এই আর্টিকেলে তা নেই! বাংলাতে এ বিষয়ে তো কোনো মৌলিক গবেষণা নেই।  তাই কোনো তথ্যসূত্র দেয়া সম্ভব নয়। তবে আমি ইংরেজি বইগুলোর একটা লিংক দিতে পারি যাতে এটা সম্পূর্ণ পরিষ্কার। আপনি ইংরেজি বোঝেন না শুনে অবাক হলাম। উইকিপিডিয়া সম্পাদনা করতে চাইলে আপনার ইংরেজি জানা উচিত। আমার সম্পাদনা বারবার মুছে ফেলে আসলে আপনি সত্য সাপ্রেস করছেন। -- Meusha (আলাপ) ১১:৩১, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meusha: আপনার অবগতির জন্য জানাই যে বাংলা উইকিতে সম্পাদনা করতে হলে ইংরেজি জানার প্রয়োজন নেই। বাংলা ভাষা জানলেই যথেষ্ট। "সাপ্রেস" মানে কী আমি জানি না, তবে কোন নিবন্ধে কেউকে নিয়ে কোন অভিযোগ ও নেতিবাচক কথা লিখলে আপনাকে তথ্যসূত্র প্রদান করতে হবে। অন্যথায় তা দ্রুত বাতিল করা হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০২, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, if you don't know English, how are you editing the English article on Tin Goyenda? As for deleting my contributions, remember that two can play this game. i wrote nothing that is untrue and I have provided the correct reference for those who are interested to check. -- Meusha (আলাপ) ১৪:২০, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, সম্পাদনা যুদ্ধ এড়াতে সাময়িক পর্যালোচনা সুরক্ষা দেয়া হোক। @Meusha: পরিষ্কার করে বলছি, এটা বাংলা উইকিপিডিয়া। কেউ বাংলা জানা সত্ত্বেও ইংরেজিতে বার্তা দিবেন, এটা আমরা আশা করি না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:৫০, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন