আলাপ:গোবিন্দ চন্দ্র দেব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৪ বছর পূর্বে "একটি তথ্য প্রসঙ্গে" অনুচ্ছেদে

বিশেষণ ও ভাষার অলংকার পরিহার করা[সম্পাদনা]

"জল্লাদ", মন গলানো এরকম ভাষা ব্যবহার না করে সরাসরি "সেনাসদস্যদের গুলিতে নিহত হন" লেখাই যথেষ্ট।

রেফারেন্সগুলো ঠিকভাবে ফরম্যাট করা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ০৭:০৩, ২২ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

একটি তথ্য প্রসঙ্গে[সম্পাদনা]

"তার পূর্বসূরীগণ ছিলেন উচ্চগোত্রীয় ব্রাহ্মণ যারা গুজরাট থেকে সিলেট এসেছিলেন।" - এই তথ্যটির যথাযথ তথসূত্র প্রয়োজন। বাঙালি হিন্দু সমাজে এই জাতীয় অনেক গালগল্প প্রচলিত আছে। উদাহরণস্বরূপ, আদিশূরের গল্পে বিশ্বাস করলে বাঙালি ব্রাহ্মণ ও কায়স্থরা আদতে উত্তরপ্রদেশের কনৌজের অধিবাসী। সেকালের উচ্চবর্ণীয় ব্রাহ্মণ-কায়স্থরা এই সব গল্প আউড়ে একটু আত্মপ্রসাদ উপভোগ করতেন। আধুনিক ঐতিহাসিকগণ এসব গল্পকে নিছক কিংবদন্তী বলে উড়িয়ে দেন। --অর্ণব দত্ত (talk) ০৮:০২, ২২ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

সম্ভবত বাংলাপিডিয়া থেকে নেয়া [১]। --রাগিব (আলাপ | অবদান) ০৮:০৬, ২২ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
আর এটা মনে হয় বাঙালির কমন স্বভাব। বাংলাদেশের অনেকেই তাদের পূর্বপুরুষ আরব, ইয়েমেন, ইরান ইত্যাদি থেকে এসেছেন বলে আত্মপ্রসাদ অনুভব করেন (যদিও চেহারা সুরত/গাত্রবর্ণ অন্য কথা বলে ...)। --রাগিব (আলাপ | অবদান) ০৮:০৭, ২২ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন