আলাপ:খন্দকার মাহমুদুল হাসান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Prodipto Deloar কর্তৃক ২ বছর পূর্বে "অনির্ভরযোগ্য তথ্যসূত্র যোগ বিষয়ে" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

অনির্ভরযোগ্য তথ্যসূত্র যোগ বিষয়ে[সম্পাদনা]

@Ashiq Shawon, Ferdous, Prodipto Deloar, এবং আফতাবুজ্জামান: আমি উইকিতে এক্টিভ হওয়ার আগে অপসারণের প্রস্তাবনাটি বন্ধ হওয়ায় আমার মন্তব্যটি এখানে করলাম।

Prodipto Deloar এখানে দুটি সূত্র যোগ করেছেন, কিন্তু উভয় সূত্র মৃত্যু সংবাদ। যা উইকি থেকে তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। উইকি থেকে তথ্য নিয়ে রিপোর্ট করা হলে, সেটা নির্ভরযোগ্য হয় কীভাবে? আমার মতে, এই সূত্র দুটি বাদ দেওয়া উচিত। অবশ্য আমি যখন অপসারণ প্রস্তাবনা দিয়েছিলাম তখনই সূত্রগুলোর সাথে পরিচিত হয়েছিলাম। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ২০:২৭, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র হিসেবে কালেরকন্ঠের লিংকটি আমি নিরীক্ষণ করেছি। সেটা ট্রিভিয়াল সোর্স নয়। খবরটির শিরোনাম মৃত্যু সংবাদ সংক্রান্ত হলেও উক্ত খবরে তার পুরষ্কারপ্রাপ্তির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই এই তথ্যসূত্র গ্রহণযোগ্য। ফেরদৌস০৬:৩২, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous ভাই, ট্রিভিয়াল কিছু হলে আমি যোগ করতাম না। আমি সার্চ করেই দেখলাম, কয়েকটা পত্রিকায় স্পষ্ট করে পুরস্কারের বিষয়টা উল্লেখ আছে, আমি তখনই বুঝলাম উল্লেখযোগ্য, অনেক রেফারেন্সের মধ্য থেকে দুইটা যোগ করে দিলাম। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৬:৪২, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন