আলাপ:অতিস্থূলতা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৩ বছর পূর্বে "অনুবাদের মান" অনুচ্ছেদে

অনুবাদের মান[সম্পাদনা]

নিবন্ধের ফরমেটিং খারাপ হলেও নিবন্ধটির অনুবাদের মান খারাপ নয়, কিছু প্রচেষ্টায় নিবন্ধটিকে একটি ভাল নিবন্ধে পরিণত করা যাবে। সকলকে অনুরোধ করবো নিবন্ধটির ফরমেটিং ঠিক করে এর মানোন্নয়ন করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ভালো কিন্তু, আগে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিলো যে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই এ অপসারণ। যা হোক, পূর্বের আলোচনার ঐকমত্য অনুসারে এ বিষয়ক একটা ট্যাগ তৈরি জরুরী হয়ে পড়েছে। সেটা করতেই হাত দিচ্ছি। — তানভিরআলাপ১২:০৪, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটির ইংরেজী উইকিপিডিয়ার আন্তসংযোগ যোগ করা হয়েছে। ইংরেজী নিবন্ধটি দেখে রেফারেন্স লিঙ্ক এবং ফরমেটিং ঠিক করে দিলে নিবন্ধটি মোটামোটি দাঁড়িয়ে যাবে। আশা করি এতে হাত দিতে পারবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:০১, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

সাহায্যের জন্য কৃতজ্ঞতা। — তানভিরআলাপ১২:০৪, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
এখানে অজস্র রেফারেন্সের সমস্যা আছে। কেউ যদি প্রতিশ্রুতি দেয় যে এগুলো নিজ দায়িত্বে ঠিক করে দিবে, তাহলেই কেবল এটা রাখা চলে। ==রাগিব (আলাপ | অবদান) ১২:৩৭, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আমারও একই মত, এবং সেটি নির্দিষ্ট সময়েই। আর সেজন্যই টেমপ্লেটটি দরকার। — তানভিরআলাপ১৩:৩১, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন