আয়েশা বেদোরা চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়েশা বেদোরা চৌধুরী
জন্ম(১৯৩৫-০৪-০৬)৬ এপ্রিল ১৯৩৫
মৃত্যু১৬ ডিসেম্বর ১৯৭১(1971-12-16) (বয়স ৩৬)
জাতীয়তাবাংলাদেশি
পেশাডাক্তার

আয়েশা বেদোরা চৌধুরী (১৯৩৫ – ১৯৭১) একজন বাংলাদেশী ডাক্তার, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত হন। তিনি বাংলাদেশের অন্যতম শহীদ বুদ্ধিজীবী।[১]

প্রথম জীবন[সম্পাদনা]

আয়েশা বেদোরা চৌধুরী ১৯৩৫ সালের ৬ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতায় (বর্তমানে পশ্চিমবঙ্গ) জন্মগ্রহণ করেন। তার বাবা ইমাদউদ্দীন চৌধুরী ও মা কানিজ ফাতেমা মাহমুদ। তিনি ১৯৫১ সালে কলকাতার ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে স্নাতক পাশ করেন। তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যয়ন শুরু করেন এবং ১৯৫৬ সালে স্নাতক পাশ করেন। অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য তিনি দুটি স্বর্ণপদক পেয়েছিলেন। ছাত্রজীবনে তিনি বাম ধারার রাজনীতি সঙ্গে জড়িত ছিলেন।[২]

পেশা[সম্পাদনা]

আয়েশা বেদোরা চৌধুরীর সর্বপ্রথম চাকরি করেন ভারতের আসামের গুয়াহাটির একটি সরকারি হাসপাতালে। তারপর তিনি দেশত্যাগ করে পূর্ব পাকিস্তানের ঢাকায় চলে যান এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগ দেন। তিনি স্টেট ব্যাংক অব পাকিস্তানে মেডিকেল অফিসার হিসেবেও কাজ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চের পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে, তিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদান করতেন এবং তাদের আশ্রয় দিতেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভারতীয় সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।[৩][৪] সেই দিন তিনি ধানমন্ডি-১৮ এ শেখ মুজিবুর রহমানের বাসায় গিয়েছিলেন। সেটি শেখ মুজিবের ব্যক্তিগত বাসভবন ছিল। এই বাড়িতে শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ও তাদের দুই মেয়ে শেখ রেহানাশেখ হাসিনা বাস করতেন। যখন আয়েশা বেদোরার গাড়ি বাসার গেটের কাছে আসে, তখন পাকিস্তানি সৈন্যদের একটা দল সেখানে অবস্থান করছিল এবং তারা জানতো না যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে। তারা গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় আয়েশা বেদোরা চৌধুরীর মৃত্যু হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Samāddāra, Raṇabīra (২০০২)। Paradoxes of the nationalist time: political essays on Bangladesh (ইংরেজি ভাষায়)। University Press। পৃষ্ঠা 158। আইএসবিএন 9789840516346। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭ 
  2. বায়জীদ খুরশীদ রিয়াজ (২০১২)। "চৌধুরী, আয়েশা বেদোরা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Jillani, Shahzeb (১৩ ডিসেম্বর ২০১১)। "Scars of Bangladesh independence war 40 years on"BBC News। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭ 
  4. "Remembering the 1971 India-Pakistan War and the liberation of Bangladesh"The News Minute। ১৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭