আজকে আমার মন ভালো নেই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আজকে আমার মন ভালো নেই চাটগাঁইয়া ভাষার একটি অডিও কন্টেন্ট যা সামাজিক মাধ্যমে বাংলা ভাষাভাষীদের কাছে ভাইরাল হয়।[১] পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে স্যার আজকে আমার মন ভালো নেই লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েন।[২][৩]

প্রেক্ষাপট[সম্পাদনা]

প্রাঙ্ক কল[সম্পাদনা]

নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটি ওয়েব সিরিজ তৈরি করছিলেন কাজী হান্নান আহমেদ উৎস ও তার দল। তবে শুটিং শেষে সবকিছু গুছিয়ে আনার পর দেখলেন একটি এপিসোডের কাজই হয়নি। সেসময় তার সহকর্মী ও ফুফাতো ভাই ফাহাদ বিন ওয়াহিদ সাকিফকে নিয়ে তৈরি করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অডিও কন্টেন্ট আজকে আমার মন ভালো নেই[৪] যা কেবল চট্টগ্রাম কিংবা রাজধানী শহর ঢাকাতেই নয়, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ভারতসহ বিদেশে বাংলা ভাষাভাষীদের কাছে মাত্র অল্প কয়েকদিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।[৫] যেখানে একটা হৃদয়গ্রাহী আবহ তৈরি করে, ফোনদাতা, ফোনগ্রহীতাকে বলে ওঠেন, ‘আসকে আমার মন ভালো নেই’। অনভিপ্রেত ব্যাপারটা বক্তার কণ্ঠের আকুতি বা অভিব্যক্তির কারণে আরও ব্যঞ্জনাময় হয়ে আলোড়ন সৃষ্টি করে।[৬]

উত্তরপত্র[সম্পাদনা]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী অতিরিক্ত একটি উত্তরপত্র বাসায় নিয়ে যান। পরে ২০২২ সালের ২২ জুন রাতে সেই উত্তরপত্রে 'আজকে আমার মন ভালো নেই' লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি।[৭] মজার ছলে তিনি ওই ছবিটি ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেছিলেন।[৮] পরে যদিও তিনি ওই পোস্টটি মুছে দেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিঠাট্টা শুরু হলে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আসে।[৯] বিভাগীয় তলবের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।[২] তবে উত্তরপত্রটি কোনো পরীক্ষার অংশ না হলেও এর বাম পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লিখে দেওয়া ছিল।[১০]

প্রতিক্রিয়া[সম্পাদনা]

অতিরিক্ত উত্তরপত্রটি কিছুদিন আগে ক্লাসরুমে পড়ে থাকায় তা বাসায় নিয়ে যান ঐ শিক্ষার্থী। পরে উত্তরপত্রটিতে এই কথাটি লিখে ফেসবুকে পোস্ট করেন। তবে উত্তরপত্রটি কোনো পরীক্ষার অংশ নয় বলে গণমাধ্যমে জানান বিভাগ কর্তৃপক্ষ।[১১] উত্তরপত্রটি ফেসবুকে পোস্ট করেছেন বলে দাবি করে ওই শিক্ষার্থী বলে, পোস্ট করার কিছুক্ষণ পরেই তার কাছে বিষয়টি ঠিক মনে হয়নি। তখনই সে পোস্টটা ডিলিট করে দেয়। কিন্তু বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।[১২] একই সঙ্গে এই ভুলের জন্য অনুতপ্ত হয়ে ওই শিক্ষার্থী মানবিক দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের নিকট ক্ষমা প্রার্থনা করেন।[১৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভাইরাল 'আসকে আমার মন ভালো নেই'—এর নেপথ্যে কে"রাইজিংবিডি.কম। ৩০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  2. "'স্যার আজকে আমার মন ভালো নেই' লেখা জবি শিক্ষার্থীকে শোকজ"এনটিভি। ৩০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  3. "'আজ আমার মন ভালো নেই' লেখা ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  4. "যেভাবে এলো 'আজকে আমার মন ভালো নেই'"আমাদের সময়। ৩০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  5. "'আজকে আমার মন ভালো নেই'র নেপথ্য গল্প"বাংলাদেশ প্রতিদিন। ২৯ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  6. "'আসকে আমার মন ভালো নেই'"। দেশ রূপান্তর। ৩০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  7. "'স্যার আজকে আমার মন ভালো নেই' লিখে বিপাকে শিক্ষার্থী"আরটিভি। ২৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  8. "'স্যার আজকে আমার মন ভালো নেই'"সময় টিভি। ২৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  9. "উত্তরপত্রে 'মন ভালো নেই' লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ জুন ২০২২। ১০ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  10. "উত্তরপত্রে 'মন ভালো নেই' লেখা জগন্নাথ শিক্ষার্থী শাস্তির মুখে"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ জুন ২০২২। ১০ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  11. "'স্যার আজকে আমার মন ভালো নেই' লিখে বিপদে শিক্ষার্থী"প্রথম আলো। ২৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  12. "যে কারণে 'মন ভালো নেই' লিখেছিলেন জবির সেই শিক্ষার্থী"দৈনিক সমকাল। ৩০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  13. "'মন ভালো নেই' লেখার কারণ জানালেন সেই শিক্ষার্থী"জাগো নিউজ। ১ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩