বিষয়বস্তুতে চলুন

কণা ত্বরক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
শুরু
(কোনও পার্থক্য নেই)

১৭:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

টেভাট্রন (Tevatron), একটি সিংক্রোট্রন সংঘর্ষক জাতীয় কণা ত্বরক যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাটাভিয়াতে অবস্থিত ফের্মি জাতীয় ত্বরক গবেষণাগারে রক্ষিত আছে। ২০০৭ সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরক। এটিকে ২০১১ সালে বন্ধ করে দেওয়া হয়। এটি ১ টেরা ইলেকট্রন-ভোল্টেরও বেশি শক্তিতে প্রোটন কণাসমূহকে ত্বরিত করতে পারত। দুইটি বৃত্তাকার বায়ুশূন্য কক্ষের মধ্য দিয়ে প্রোটন-পটিগুলি গমন করে বৃত্তাকার বলয়গুলির ছেদবিন্দুতে একে অপরের সাথে সংঘর্ষে পতিত হত।
একটি রৈখিক কণা ত্বরক কীভাবে কাজ করে, তার সচলচিত্র। এগুলিকে পদার্থবিজ্ঞানের গবেষণায় ও ক্যান্সার বা কর্কটরোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

কণা ত্বরক (ইংরেজি: Particle accelerator) বা সংক্ষেপে ত্বরক (ইংরেজি: Accelerator) এক ধরনের অতিবৃহৎ যন্ত্র যাকে এমনভাবে নকশা করা হয় যাতে সেটি তড়িৎচৌম্বক ক্ষেত্রে ব্যবহার করে আধানযুক্ত কণার গতিশক্তি বৃদ্ধি করে সেগুলিকে অত্যন্ত উচ্চ গতিবেগে ত্বরিত করতে ও সুসংজ্ঞায়িত কণা পটির মধ্যে সেগুলিকে সীমাবদ্ধ করতে পারে।[১] কণা ত্বরকগুলিকে পরমাণুকেন্দ্রীয় (নিউক্লীয়) পদার্থবিজ্ঞান ও কণা পদার্থবিজ্ঞানে উচ্চ-শক্তিবিশিষ্ট কণাসমূহের মধ্যে বলপূর্বক সংঘর্ষ সৃষ্টি করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এরূপ সংঘর্ষের ফলে কণাগুলির মধ্যে আন্তঃক্রিয়া সম্পন্ন হয়ে নতুন ও ভিন্ন ধরনের কণা গঠিত হতে পারে। রৈখিক ত্বরক, সাইক্লোট্রন, সিংক্রোট্রন, সিংক্রোসাইক্লোট্রন, সংঘর্ষক, ইত্যাদি হল কণা ত্বরকের কিছু উদাহরণ।[২][৩] [৪] পরমাণুকেন্দ্রীয় গবেষণার জন্য ইউরোপীয় সংস্থা দ্বারা পরিচালিত ও সুইজারল্যান্ডের জেনেভা শহরের কাছে অবস্থিত বৃহৎ হ্যাড্রন সংঘর্ষকটি অদ্যাবধি নির্মিত বৃহত্তম সক্রিয় কণা ত্বরক। এটি একটি সংঘর্ষক জাতীয় ত্বরক।

এছাড়া ঘনীভূত পদার্থের পদার্থবিজ্ঞানের গবেষণাতে সিংক্রোট্রন আলোক উৎস হিসেবে কণা ত্বরকের ব্যবহার রয়েছে। অপেক্ষাকৃত ক্ষুদ্র কণা ত্বরক যন্ত্রগুলিকে বহুবিধ কাজে ব্যবহার করা হয়ে থাকে; যেমন কর্কটবিজ্ঞানে কণা চিকিৎসাতে, চিকিৎসাবৈজ্ঞানিক রোগনির্ণয়ে তেজস্ক্রিয় সমস্থানিক উৎপাদন করতে, অর্ধপরিবাহীসমূহের উৎপাদন প্রক্রিয়াতে আয়ন অন্তর্স্থাপক যন্ত্রে এবং তেজস্ক্রিয় কার্বন ধরনের বিরল সমস্থানিকগুলির পরিমাপনে ব্যবহৃত ত্বরক ভর বর্ণালীমাপক যন্ত্রে এগুলি ব্যবহার করাহ হতে পারে। বর্তমানে সারা বিশ্বে ৩০ হাজারেরও বেশি কণা ত্বরক যন্ত্র ক্রিয়াশীল আছে।[৫]


আরও দেখুন

তথ্যসূত্র

  1. Livingston, M. S.; Blewett, J. (১৯৬৯)। Particle Accelerators। New York: McGraw-Hillআইএসবিএন 978-1-114-44384-6 
  2. M. J. Clugston, সম্পাদক (২০১৪), The Penguin Dictionary of Science, Penguin Books, পৃষ্ঠা 5 
  3. John Daintith; Elizabeth Martin, সম্পাদকগণ (২০১০), A Dictionary of Science (৬ষ্ঠ সংস্করণ), Oxford University Press, পৃষ্ঠা 5 
  4. Water Quality Vocabulary. ISO 6107-6:1994.
  5. Witman, Sarah। "Ten things you might not know about particle accelerators"Symmetry MagazineFermi National Accelerator Laboratory। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ