বিষয়বস্তুতে চলুন

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা

স্থানাঙ্ক: ২৩°৫০′৪৯″ উত্তর ৯০°২৪′৫১″ পূর্ব / ২৩.৮৪৬৯৮০° উত্তর ৯০.৪১৪১১৫° পূর্ব / 23.846980; 90.414115
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলার লোগো
অবস্থান
মানচিত্র

,
১২২৯

স্থানাঙ্ক২৩°৫০′৪৯″ উত্তর ৯০°২৪′৫১″ পূর্ব / ২৩.৮৪৬৯৮০° উত্তর ৯০.৪১৪১১৫° পূর্ব / 23.846980; 90.414115
তথ্য
ধরনআধা সরকারি কলেজ
প্রতিষ্ঠাকাল১৯৭৮ (1978)
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
কর্তৃপক্ষবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
ইআইআইএন১০৮৫৪৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষউইং কমান্ডার মো. মনিরুজ্জামান, পিএসসি
প্রধান শিক্ষকমোহাম্মদ আব্দুর রাজ্জাক
শ্রেণিকেজি - ১২শ
বয়স৫ - ১৮ পর্যন্ত
ভর্তি৩৪০০ জানুয়ারি ২০২৩-এর হিসাব অনুযায়ী
ভাষাবাংলা ও ইংরেজি
ক্যাম্পাসের ধরনশহুরে, ৩ একর
রং  নীল ,   আকাশী
ওয়েবসাইটcasckurmitola.edu.bd

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের কাছে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে।[] ১৯৭৮ সালে বিদ্যালয়টি তাদের যাত্রা শুরু করে। বর্তমানে বিদ্যালয়ে ৬০ জন শিক্ষক, ২০ জন কর্মচারী ও ৩৪০০ জন শিক্ষার্থী রয়েছে।[][]

অবকাঠামো ও নিয়মাবলি

[সম্পাদনা]

এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামো ইংরেজি অক্ষর এইচ (H) এর মত। বিদ্যালয় ভবন দুই তলা। তবে নবনির্মিত ভবন তিন তলা। বিদ্যালয়টির সামনে ২০০ মিটার বিশাল খেলার মাঠ আছে। বিদ্যালয়টির ভিতরে পিটি করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে এবং একটি ক্যান্টিন রয়েছে। বিদ্যালয়টির দুটি শিফট রয়েছে। মর্নিং শিফট মেয়েদের ও কেজি থেকে ক্লাস ২ পর্যন্ত ছেলেদের জন্য ও ডে শিফট ৩য় থেকে ১০ম শ্রেণির ছেলেদের জন্য। বর্তমানে কলেজ শাখাও রয়েছে। দুই শিফটেই ৬ পিরিয়ড করে ক্লাস হয়। তৃতীয় পিরিয়ডের পর টিফিন পিরিয়ড শুরু হয়। প্রত্যেকটি ক্লাস ৩৫-৪০ মিনিট হয়।

শিক্ষা

[সম্পাদনা]

কেজি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করে। এস এস সি পরিক্ষার জন্য বিদ্যালয়ে ৩ টি গ্রূপ আছেঃ বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগ। মানবিক বিভাগ শুধুমাত্র মেয়েদের জন্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস কম্পিউটার ল্যাবে নিয়ে করানো হয়, যা কোরিয়ানদের সাহায্যে নির্মিত। এই বিদ্যালয়ে বছরে দুইটি সেমিস্টার পরীক্ষা হয়। এখানে প্রতি বছরই পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। পি.ই.সি, জে.এস.সি, এস.এস.সি এবং এইচএসসি পরীক্ষায় এখান থেকে ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে।

শিক্ষক

[সম্পাদনা]

এ বিদ্যালয়ে ৫২ জন শিক্ষক বর্তমানে কর্মরত এবং সবাই অভিজ্ঞ শিক্ষক।

শিক্ষার্থী

[সম্পাদনা]

২০২৩ সালের তথ্য অনুযায়ী ৩৪০০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।

উৎসব ও অনুষ্ঠান

[সম্পাদনা]

বিদ্যালয়টি বিভিন্ন উৎসব পালন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজয় দিবস, মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক ও অন্যান্য অনুষ্ঠান পালন করে এ বিদ্যালয়টি।

ভর্তি

[সম্পাদনা]

শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য প্রথমে একটি লিখিত পরিক্ষা দিতে হয় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরিক্ষা নেয়া হয় ও যারা উত্তীর্ণ হয় তাদের ভর্তি করানো হয়। শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলের পর অনলাইনে আবেদনের মাধ্যমে মেধা তালিকার ভিত্তিতে কলেজে ভর্তি করানো হয়ে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kurmitola Civil Aviation School awards students"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৪ 
  2. "History - ইতিহাস"। ৪ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৪ 
  3. "সূর্যসেন স্মারক বিতর্কে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ"The Daily Campus। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]