শামসউদ্দিন ইউসুফ শাহ
অবয়ব
শামসউদ্দিন ইউসুফ শাহ (শাসনকাল ১৪৭৪-১৪৮১) ছিলেন সুলতান রুকনউদ্দিন বারবাক শাহের পুত্র ও উত্তরসুরি। ১৪৭৪ সালে তিনি ক্ষমতালাভ করেন এবং শামসউদ্দিন আবুল মুজাফফর ইউসুফ শাহ নাম গ্রহণ করেন। শাসনামলে তিনি খলিফাতুল্লাহ বিল হুজ্জাত ওয়াল বুরহান, সুলতানুল সালাতিন, জিল্লুল্লাহ ফিল আলামিন ও খলিফাতুল্লাহ ফিল আরদিন উপাধি ধারণ করেন।[১]
ইসলামি সংস্কৃতির পৃষ্ঠপোষক
[সম্পাদনা]তার পৃষ্ঠপোষকতায় কবি জয়নুদ্দিন তার রাসুল বিজয় গ্রন্থ সম্পন্ন করেন। তার শাসনামলে বেশ কিছু মসজিদ নির্মাণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদটি হল মালদার সাকোমোহন মসজিদ, তান্তিপারা মসজিদ, কদম রসুল মসজিদ ও গৌড়ের দরাসবারি মসজিদ। নিজ রাজ্যে শরিয়া আইন প্রয়োগ করেন এবং মদ্যপান নিষিদ্ধ করেন।[১]
১৪৮১ সালে শামসউদ্দিন ইউসুফ শাহ মৃত্যুবরণ করেন।
শামসউদ্দিন ইউসুফ শাহ
| ||
পূর্বসূরী রুকনউদ্দিন বারবাক শাহ |
বাংলার সুলতান ১৪৭৪–১৪৮১ |
উত্তরসূরী দ্বিতীয় সিকান্দার শাহ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ ABM Shamsuddin Ahmed, Shamsuddin Yusuf Shah ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুলাই ২০১২ তারিখে, Banglapedia: The National Encyclopedia of Bangladesh, Asiatic Society of Bangladesh, Dhaka, Retrieved: 2011-05-03