বিষয়বস্তুতে চলুন

লিব্রাঅফিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিব্রাঅফিস
লিব্রাঅফিস ৬.২ স্টার্ট সেন্টার
লিব্রাঅফিস ৬.২ স্টার্ট সেন্টার
মূল উদ্ভাবকস্টার ডিভিশন
উন্নয়নকারীদ্য ডকুমেন্ট ফাউন্ডেশন
প্রাথমিক সংস্করণ২৫ জানুয়ারি ২০১১; ১৩ বছর আগে (2011-01-25)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি++, জাভা, এবং পাইথন[]
অপারেটিং সিস্টেমলিনাক্স, উইন্ডোজ ৭+ (৫.x এর পরের সংস্করণের জন্যে উইন্ডোজ এক্সপি), ম্যাক ওএস ১০.৯+, অ্যান্ড্রয়েড(প্রদর্শক);[]
অদাপ্তরিকঃ[] ফ্রিবিএসডি, ওপেনবিএসডি,[] নেটবিএসডি, হাইকু, সোলারিস (সংস্করণ ৫.২.৫)
স্ট্যান্ডার্ড (সমূহ)ওপেন ডকুমেন্ট
উপলব্ধ১১৫টি ভাষায়[]
ধরনঅফিস স্যুট
লাইসেন্সমোজিলা পাবলিক লাইসেন্স সংস্করণ ২.০ (আনুষঙ্গিক অনুমতি পত্র গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স, এলজিপিএল সংস্করণ ৩.০ + অথবা অ্যাপাচি লাইসেন্স ২.০)[]
ওয়েবসাইটwww.libreoffice.org

লিব্রাঅফিস (ইংরেজি: LibreOffice) দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন কর্তৃক উন্নয়ন করা একটি ফ্রিউন্মুক্ত অফিস স্যুট। এটা ওপেনঅফিসের একটি ফোর্ক হিসাবে ২০১০ সালে উন্মুক্ত করা হয়, যেটা স্টারঅফিসের একটি মুক্ত সোর্স সংস্করণ ছিলো। লিব্রাঅফিস স্যুটে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট তৈরি ও সম্পাদনা, স্লাইড শো, নকশা এবং অঙ্কন, ডাটাবেস নিয়ে কাজ করা, এবং গাণিতিক সূত্র লিখার জন্যে প্রোগ্রাম রয়েছে। লিব্রাঅফিস ১১৫টি ভাষার জন্যে উপযোগী।[]

লিব্রাঅফিস ডকুমেন্ট সংরক্ষণের জন্যে আইএসও অথবা আইইসি স্ট্যান্ডার্ড ওপেন ডকুমেন্ট ফাইল বিন্যাস (ODF) এর সব এপ্লিকেশনের বিদ্যমান ফাইল বিন্যাস হিসাবে ব্যবহার করে। একগুচ্ছ ইম্পোর্ট/এক্সপোর্ট ফিল্টার ব্যবহার করে লিব্রাঅফিস মাইক্রোসফট অফিসসহ অন্যান্য প্রধান অফিস স্যুটের ফাইল বিন্যাসও সাপোর্ট করে। [][]

লিনাক্স, মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড (অপারেটিং সিস্টেম) [] অনলাইন অফিস স্যুট হিসাবে বিভিন্ন কম্পিউটার প্ল্যাটফরমে লিব্রাঅফিস সহজলভ্য।[] অনেক জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোরও এটি ডিফল্ট অফিস স্যুট।[১০][১১][১২] এটা সবচেয়ে সক্রিয়ভাবে উন্নয়ন করা ফ্রি ও ওপেন সোর্স অফিস স্যুট। [১৩]

প্রকল্পটি বেটা হিসাবে সেপ্টেম্বর ২৮, ২০১০-এ ঘোষিত হয়েছে। জানুয়ারি ২০১১(প্রথম স্থিতিশীল মুক্তি) এবং অক্টোবর ২০১১ এর মধ্যে লিব্রাঅফিস ৭৫ লক্ষবার নামানো হয়েছে।[১৪]

অন্তর্ভুক্ত এপ্লিকেশন

[সম্পাদনা]
মডিউল নোট
রাইটার ওয়ার্ডপারফেক্ট বা মাইক্রোসফট ওয়ার্ডের মতই একই ফাংশনালিটি ও ফাইল সাপোর্টযুক্ত একটি ওয়ার্ড প্রসেসর। এটার বিস্তৃত 'হোয়াট য়্যু সি ইজ হোয়াট য়্যু গেট' ওয়ার্ড প্রসেসিং ক্ষমতা রয়েছে, কিন্তু প্রাথমিক টেক্সট এডিটর হিসাবেও ব্যবহার করা যায়।[]
ক্যালক মাইক্রোসফট এক্সেল বা লোটাস ১-২-৩ এর মত একটি স্প্রেডশিট প্রোগ্রাম। লিব্রাঅফিস ক্যালকের কিছু স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন একটি সিস্টেম রয়েছে যেখানে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর তথ্যের উপর ভিত্তি করে লেখচিত্র(গ্রাফ) তৈরি করে।[][১৫]
ইম্প্রেস মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের প্রতিনিধিত্ব করে এমন একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। এসডব্লিউএফ(.swf) ফাইল হিসাবে প্রেজেন্টেশন সংরক্ষণ করা যায় এবং অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে যেকোন কম্পিউটার থেকেই দেখা যায়। [][১৬]
ড্র মাইক্রোসফট ভিশুর মত ভেক্টর গ্রাফিক এডিটর ও ডায়াগ্রাম তৈরির টুল যা কোরেলড্র-এর আগের সংস্করণগুলোর বৈশিষ্ট্য ধারণ করে। এটা স্ক্রিবাস, মাইক্রোসফট পাবলিশারের মত ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যারের কাজও করে।[১৭] পিডিএফ-ফাইল সম্পাদনার কাজও এটি দিয়ে করা যায়।
ম্যাথ গাণিতিক সূত্র তৈরি ও সম্পাদনা করার উদ্দেশ্যে এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। সূত্র তৈরির জন্য এ এপ্লিকেশন একাধিক এক্সএমএল ব্যবহার করে থাকে। লিব্রাঅফিস স্যুটের অন্যান্য ডকুমেন্ট, যেমন রাইটার বা ক্যালকের ডকুমেন্টের মধ্যে ব্যবহারের জন্যেও এ সূত্রগুলো উপযোগী। [১৮]
বেস মাইক্রোসফট এক্সেসের মত একটি ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ডাটাবেস তৈরি ও ব্যবস্থাপনা, ফরম ও প্রতিবেদন তৈরির জন্যে লিব্রাঅফিস বেস উপযোগী। [][১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রিলিজ নোট ৪.০"উইকি। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। নভেম্বর ১৩, ২০১২। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  2. "সিস্টেম রিকোয়ারমেন্টস"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। ২০১১। ২০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  3. "ডকুমেন্টেশান/সিস্টেম রিকোয়ারমেন্টস - দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন উইকি"wiki.documentfoundation.org (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  4. "OpenBSD ports"। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  5. "লিব্রাঅফিস ফ্রেশ ডাউনলোড – ভাষা সিলেক্ট করুন"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  6. "অনুমতিপত্র"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  7. "মাইক্রোসফট অপিস ডকুমেন্ট রূপান্তর বিষয়ে"লিব্রাঅফিস সাহায্য। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। এপ্রিল ৮, ২০১৩। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  8. "বৈশিষ্ট্য"দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  9. "লিব্রাঅফিস প্রদর্শক এখন অ্যান্ড্রয়েডে"দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন ব্লগদ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  10. "অফিস এপ"Ubuntu.comক্যানোনিকাল লিমিটেড। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  11. "LibreOffice"ডেবিয়ান সাহায্যডেবিয়ান। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  12. "লিব্রাঅফিস সাথে নিয়ে আসা প্রপথম হলো ওপেনসুয্যে"ওপেনসুয্যে খবরওপেনসুয্যে। মার্চ ৭, ২০১১। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮ 
  13. কোরবেট, জোনাথন। "লিব্রাঅফিস ও ওপেন অফিসের উন্নয়ন কার্যক্রম"LWN.net। একলেটিক্স ইংক। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০১৮ 
  14. থমসন, লেইন (সেপ্টেম্বর ২৮, ২০১১)। "প্রথম জন্মদিনে লিব্রাঅফিসের উদযাপনের উৎস আছে"। যুক্তরাজ্য: দ্য রেজিস্টার। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০১৮ 
  15. "লিব্রাঅফিস ক্যালক"। Libreoffice.org। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮ 
  16. "লিব্রাঅফিস ইম্প্রেস"। Libreoffice.org। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮ 
  17. "লিব্রাঅফিস ড্র"। Libreoffice.org। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮ 
  18. "লিব্রাঅফিস ম্যাথ"। Libreoffice.org। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮ 
  19. "লিব্রাঅফিস বেস"দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিসংযোগ

[সম্পাদনা]