মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়
مولانا آزاد نیشنل اردو یونیورسٹی | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৯৮ |
আচার্য | ফিরোজ বখত আহমেদ[১] |
উপাচার্য | এস. এম. রহমতুল্লাহ |
শিক্ষার্থী | প্রায় ৭,০০০ |
ঠিকানা | উর্দু বিশ্ববিদ্যালয় রোড, এলএনটি টাওয়ার্স সংলগ্ন, টেলিকম নগর, গাচিবোলি , , ১৭°২৫′৩৬″ উত্তর ৭৮°২১′৩৭″ পূর্ব / ১৭.৪২৬৭৬৬৯° উত্তর ৭৮.৩৬০২৫৩৪° পূর্ব |
শিক্ষাঙ্গন | নগর, ২০০ একর |
অধিভুক্তি | ইউজিসি এনএএসি[২] |
ওয়েবসাইট | manuu |
মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় হল ভারতের তেলেঙ্গানা অঙ্গরাজ্যের হায়দ্রাবাদ শহরে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং ইসলাম ও উর্দু সাহিত্যের পণ্ডিত মৌলানা আবুল কালাম আজাদের নামানুসারে। ২০১৫ সালে অন্ধ্রপ্রদেশ অঙ্গরাজ্যের কর্নুল শহরে অপর একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্ব পর্যন্ত এটিই ছিল ভারতের একমাত্র উর্দু বিশ্ববিদ্যালয়।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৮ সালের জানুয়ারি মাসে এক সংসদীয় আইনের বলে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (এনএএসি) থেকে "এ" গ্রেড লাভ করে।[২] বিশ্ববিদ্যালয়টি প্রশাসনিক দপ্তর হায়দ্রাবাদের গাচিবোলিতে ২০০ একর জমিতে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়টির লখনৌতে একটি স্যাটেলাইট ক্যাম্পাস ও শ্রীনগরে একটি ক্যাম্পাস রয়েছে। ভোপাল, দ্বারভাঙা, শ্রীনগর, আওরঙ্গবাদ, সম্ভল, আসানসোল, নুহ ও বিদরের টিচার এডুকেশন কলেজগুলোকে এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং নির্দেশনা প্রদান করে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বেঙ্গালুরু, দরভঙ্গ ও হায়দ্রাবাদে তিনটি পলিটেকনিক কলেজ ও তিনটি আইটিআই এবং দরভঙ্গ, হায়দ্রাবাদ ও নুহে তিনটি উর্দু মডেল স্কুল পরিচালিত হয়।
শিক্ষায়তনিক পাঠ্যক্রম
[সম্পাদনা]এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ৭টি শাখায় বিভক্ত।[৩]
- ভাষা, ভাষাতত্ত্ব ও ভারতবিদ্যা
- বাণিজ্য ও ব্যবসা ব্যবস্থাপনা
- গণযোগাযোগ ও সাংবাদিকতা
- কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
- কলা ও সামাজিক বিজ্ঞান
- শিক্ষা ও প্রশিক্ষণ
- বিজ্ঞান
সাতটি শাখার অধীনস্থ বিভাগসমূহ হল
- ভাষা, ভাষাতত্ত্ব ও ভারতবিদ্যা শাখা
- আরবি বিভাগ
- ইংরেজি বিভাগ
- হিন্দি বিভাগ
- পার্সি বিভাগ
- উর্দু বিভাগ
- অনুবাদ শিক্ষা বিভাগ
- বাণিজ্য ও ব্যবসা ব্যবস্থাপনা শাখা
- বাণিজ্য বিভাগ
- ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ
- গণযোগাযোগ ও সাংবাদিকতা শাখা
- সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শাখা
- কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ
- কলা ও সামাজিক বিজ্ঞান শাখা
- ইসলাম শিক্ষা বিভাগ
- অর্থনীতি বিভাগ
- ইতিহাস বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- লোক প্রশাসন বিভাগ
- সমাজবিজ্ঞান বিভাগ
- সমাজকর্ম বিভাগ
- নারী শিক্ষা বিভাগ
- শিক্ষা ও প্রশিক্ষণ শাখা
- শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ
- বিজ্ঞান শাখা
- গণিত বিভাগ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- রসায়ন বিভাগ
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- প্রাণিবিদ্যা বিভাগ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "MANUU gets new Chancellor"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। হায়দ্রাবাদ। ১৭ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "MANUU gets 'A' grade from NAAC"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। হায়দ্রাবাদ। ৩১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ ":: Maulana Azad National Urdu University ::"। manuu.ac.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।