বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ দেইফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হামাসের সামরিক নেতা

মুহম্মদ আজ-জয়ফ
محمّد ضيف
জন্ম
মুহম্মদ দিয়াব ইব্রাহিম আল-মসরী

১৯৬৫ (বয়স ৫৮–৫৯)
জাতীয়তাফিলিস্তিনি
অন্যান্য নামআবু খালেদ
পেশারাজনীতি
কর্মজীবন২০০২–বর্তমান
নিয়োগকারীহামাস
পরিচিতির কারণইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেড এর সর্বোচ্চ সামরিক সেনানী
দাম্পত্য সঙ্গীউইদাদ (২০০৭–২০১৪)[]
সামরিক কর্মজীবন
আনুগত্য হামাস
সেবা/শাখাআল-কাসসাম ব্রিগেডস
পদমর্যাদাবাহিনী প্রধান

আবু খালেদ মুহম্মদ দিয়াব ইব্রাহিম আল-মসরী বা মুহম্মদ আল-দেইফ ( জন্ম: ১৯৬৫, গাজা) হলেন একজন ফিলিস্তিনী সামরিক সেনানী, যিনি হামাসের সশস্ত্র শাখা শহীদ ইজ্জুদ্দীন আল-কস্‌সাম ব্রিগেডের প্রধান সেনানী এবং ইহুদিবাদী সত্তার শীর্ষ ওয়ান্টেড ব্যক্তি। দখলদার বাহিনী ও ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষ (ফতেহ আন্দোলন) আগে তাকে গ্রেফতার করেছিল; কিন্তু তিনি মুক্তি পেতে সক্ষম হন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট ও মোসাদ তাকে ৫ বারের বেশি হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল এবং সেগুলির মধ্যে একটিতে তিনি গুরুতর আহত হয়েছিলেন। এর বদলায় মোসাদ তার পরিবারকে হত্যা করে এবং তার বাড়ি-ঘর ধ্বংস করে দেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Thousands mourn slain wife, baby of Hamas commander"GMA News Online। ২০ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫