মাই ডার্লিং
মাই ডার্লিং | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | মনিরুজ্জামান মনির |
রচয়িতা | মনতাজুর রহমান আকবর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | অমিত চট্টোপাধ্যায় |
চিত্রগ্রাহক | ইস্তফা রহমান |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | মাহিন ফিল্মস |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
মাই ডার্লিং হচ্ছে একটি অসমাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র।[১] চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। মাহিন ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন মনিরুজ্জামান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এছাড়াও অমিত হাসান, প্রবীর মিত্র, রেহানা জলি, কাবিলা সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।[২][৩][৪]
অভিনয়
[সম্পাদনা]নির্মাণ
[সম্পাদনা]২০১৩ সালের ১ সেপ্টেম্বর চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৩ সালের ৬ ডিসেম্বর পুবাইলে শাকিব খানের জান্নাত হাউজে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের ১ জানুয়ারি চলচ্চিত্র প্রধান চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়। তারপর টানা পাঁচদিন চিত্রগ্রহণ করা হয়। ২০১৫ সালের শুরুর দিকে চলচ্চিত্রটির ৭০ শতাংশ কাজ শেষ হয়।[৫][৬][৭]
সমালোচনা
[সম্পাদনা]দীর্ঘদিন ধরে চলচ্চিত্রটির প্রধান অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাস শিডিউল না দেওয়ার কারণে আটকে যায় চলচ্চিত্রের কাজ। এবিষয়ে চলচ্চিত্রের প্রযোজক মনিরুজ্জামান চলচ্চিত্রসংশ্লিষ্ট তিনটি সমিতি বরাবর অভিযোগ পাঠান। ২০১৮ সালের ২০ মার্চ আলাদা আলাদাভাবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতি বরাবর শাকিব খান ও অপু বিশ্বাসের বিরুদ্ধে চিঠি পাঠান প্রযোজক মনিরুজ্জামান। চিঠিতে প্রযোজক মনিরুজ্জামান উল্লেখ করেছেন, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর মাই ডার্লিং ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব ও অপু। এই ছবি প্রযোজনা করেছে মনিরুজ্জামানের প্রতিষ্ঠান ‘ড্রাগন এন্টারটেইনমেন্ট’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ছবির শুটিং শুরু হয় ২০১৪ সালের ১ জানুয়ারি। ২০১৫ শুরুর দিকে ছবির ৭০ ভাগ কাজ শেষও হয়। এরপরই ছবিটির শুটিং আটকে যায়। অভিযোগে প্রযোজক লিখেছেন, ছবির শুটিং সম্পন্ন না হওয়ায় চরম আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।[৮][৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শাকিবের অপেক্ষায় 'মাই ডার্লিং'"। NTV Online। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৮।
- ↑ "'মাই ডার্লিং' ছবিতে শাকিবের অ্যাকশন"। NTV Online। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শাকিবের ডার্লিং অপু"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮।
- ↑ "শাকিব-অপুকে নিয়ে আকবরের 'মাই ডার্লিং'"। মানবজমিন। ২০২০-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮।
- ↑ "শাকিব-অপুর বিয়ে"। Sangbad Protidin। ২০১৫-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৮।
- ↑ "বিয়ের পিঁড়িতে শাকিব-অপু! | bdsob.com"। ২০১৭-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৮।
- ↑ "পুবাইলে হয়ে গেল "মাই ডার্লিং" ছবির শুভ মহরত"। সময় নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শাকিব-অপুর বিরুদ্ধে 'ক্ষতিগ্রস্ত' প্রযোজকের চিঠি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮।
- ↑ "শাকিব-অপুর মাই ডার্লিং শেষ হবে?"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮।
- ↑ "শাকিব-অপুর বিরুদ্ধে প্রযোজকের চিঠি"। সমকাল। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে মাই ডার্লিং
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মাই ডার্লিং (ইংরেজি)