বিষয়বস্তুতে চলুন

মহিউদ্দিন বাহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহিউদ্দিন বাহার
মহিউদ্দিন বাহার.jpg
জন্ম(১৯৪৭-১২-২৭)২৭ ডিসেম্বর ১৯৪৭
মৃত্যু১৪ সেপ্টেম্বর ২০২০(2020-09-14) (বয়স ৭২)
দয়াগঞ্জ, ঢাকা
জাতীয়তাবাংলাদেশি
পেশাসরকারি কর্মকর্তা, টেলিভিশন ব্যক্তিত্ব
পরিচিতির কারণইত্যাদিতে অভিনয়
সন্তানদুই ছেলে ও এক মেয়ে

মহিউদ্দিন বাহার (১৯৪৭-২০২০) একজন বাংলাদেশী টেলিভিশন ব্যক্তিত্ব অভিনেতা ও সরকারি কর্মকর্তা ছিলেন।[] তিনি ২০০৫ সালে বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে অবসর নেন। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সমাজের নানা অসংগতি নিয়ে নির্মিত নাটিকায় অভিনয় করেছেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার স্বভাবসুলভ অভিনয় দর্শকদের নজর কাড়তো।

কর্মজীবন

[সম্পাদনা]

মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী জেলার ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।[] ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনে ছোটদের ধারাবাহিক রোজ রোজ এ তিনি প্রথম অভিনয় করেন। পেশাজীবনে সরকারি চাকরিজীবী ছিলেন ও সচিবালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। তিনি দীর্ঘ ২৬ বছর ইত্যাদিতে বিভিন্ন সচেতনামূলক নাটিকায় অভিনয় করেছেন।[][] নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সমাজের নানা অসংগতি নিয়ে তার স্বভাবসুলভ সংলাপ সবার নজর কাড়ত।[]

মৃত্যু

[সম্পাদনা]

মহিউদ্দিন বাহার ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই"দ্য ডেইলি স্টার। ২০২০-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪ 
  2. "চলে গেলেন অভিনেতা মহিউদ্দিন বাহার | বিনোদন"ইত্তেফাক। ২০২০-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪ 
  3. "'ইত্যাদি'খ্যাত অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪ 
  4. প্রতিবেদক, নিজস্ব। "অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪ 
  5. "'ইত্যাদি'খ্যাত অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই | banglatribune.com"বাংলা ট্রিবিউন। ২০২০-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪ 
  6. "অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই"সমকাল। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪