টোরি কেলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন: ১ নং লাইন:
'''ভিক্টোরিয়া লরেন কেলি''' (জন্ম ১৪ ডিসেম্বর ১৯৯২) একজন মার্কিন গায়িকা, সঙ্গীত-রচয়িতা, অভিনেত্রী এবং রেকর্ড প্রযোজক। কিশোর বয়সে [[ইউটিউভ|ইউটিউবে]] ভিডিও পোস্ট এবং ২০১০ সালে ''আমেরিকান আইডলের'' সিজন ৯-এর সেমিফাইনালে পৌঁছানোর ফলে কেলি সর্বপ্রথম পরিচিতি পান। এরপর তিনি ২০১২ সালে তার স্ব-প্রযোজিত প্রথম ইপি ''হ্যান্ড মেড সং বাই টোরি কেলি'' প্রকাশ করেন।
'''ভিক্টোরিয়া লরেন কেলি''' (জন্ম ১৪ ডিসেম্বর ১৯৯২) একজন মার্কিন গায়িকা, সঙ্গীত-রচয়িতা, অভিনেত্রী এবং রেকর্ড প্রযোজক। কিশোর বয়সে [[ইউটিউব|ইউটিউবে]] ভিডিও পোস্ট এবং ২০১০ সালে ''আমেরিকান আইডলের'' সিজন ৯-এর সেমিফাইনালে পৌঁছানোর ফলে কেলি সর্বপ্রথম পরিচিতি পান। এরপর তিনি ২০১২ সালে তার স্ব-প্রযোজিত প্রথম ইপি ''হ্যান্ড মেড সং বাই টোরি কেলি'' প্রকাশ করেন।


২০১৩ সালে স্কুটার ব্রাউন তার ম্যানেজার হওয়ার পর তিনি ক্যাপিটল রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন। এর স্বল্প সময় পর তার দ্বিতীয় ইপি ''ফোরওয়ার্ড'' (২০১৩) প্রকাশিত হয়। বড় কোন লেভেলের মাধ্যমে প্রকাশ হওয়া এটিই তার প্রথম ইপি। কেলির অভিষেক স্টুডিও অ্যালবাম ''আনব্রেকেবল স্মাইল'' (২০১৫) যুক্তরাষ্ট্রে ''বিলবোর্ড'' হট ২০০-তে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। এর প্রধান একক ছিল "নোবডি লাভস", যেটি তাকে প্রথমবারের মত ''বিলবোর্ড'' হট ১০০-তে স্থান করে দেয়।
২০১৩ সালে স্কুটার ব্রাউন তার ম্যানেজার হওয়ার পর তিনি ক্যাপিটল রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন। এর স্বল্প সময় পর তার দ্বিতীয় ইপি ''ফোরওয়ার্ড'' (২০১৩) প্রকাশিত হয়। বড় কোন লেভেলের মাধ্যমে প্রকাশ হওয়া এটিই তার প্রথম ইপি। কেলির অভিষেক স্টুডিও অ্যালবাম ''আনব্রেকেবল স্মাইল'' (২০১৫) যুক্তরাষ্ট্রে ''বিলবোর্ড'' হট ২০০-তে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। এর প্রধান একক ছিল "নোবডি লাভস", যেটি তাকে প্রথমবারের মত ''বিলবোর্ড'' হট ১০০-তে স্থান করে দেয়।

০৫:৪৮, ১৬ মে ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

ভিক্টোরিয়া লরেন কেলি (জন্ম ১৪ ডিসেম্বর ১৯৯২) একজন মার্কিন গায়িকা, সঙ্গীত-রচয়িতা, অভিনেত্রী এবং রেকর্ড প্রযোজক। কিশোর বয়সে ইউটিউবে ভিডিও পোস্ট এবং ২০১০ সালে আমেরিকান আইডলের সিজন ৯-এর সেমিফাইনালে পৌঁছানোর ফলে কেলি সর্বপ্রথম পরিচিতি পান। এরপর তিনি ২০১২ সালে তার স্ব-প্রযোজিত প্রথম ইপি হ্যান্ড মেড সং বাই টোরি কেলি প্রকাশ করেন।

২০১৩ সালে স্কুটার ব্রাউন তার ম্যানেজার হওয়ার পর তিনি ক্যাপিটল রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন। এর স্বল্প সময় পর তার দ্বিতীয় ইপি ফোরওয়ার্ড (২০১৩) প্রকাশিত হয়। বড় কোন লেভেলের মাধ্যমে প্রকাশ হওয়া এটিই তার প্রথম ইপি। কেলির অভিষেক স্টুডিও অ্যালবাম আনব্রেকেবল স্মাইল (২০১৫) যুক্তরাষ্ট্রে বিলবোর্ড হট ২০০-তে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। এর প্রধান একক ছিল "নোবডি লাভস", যেটি তাকে প্রথমবারের মত বিলবোর্ড হট ১০০-তে স্থান করে দেয়।

টোরি কেলি ৫৮তম গ্র্যামি পুরস্কারে সেরা নতুন শিল্পী বিভাগে মনোনিত হন। তিনি অ্যানিমেশন চলচ্চিত্র সিং-এ মিনা চরিত্রে কন্ঠাভিনয় করেছেন। তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম হাইডিং প্লেইস (২০১৮)বিলবোর্ড ২০০-এ ৩৫তম স্থান অর্জন করে এবং সেরা গস্পেল অ্যালবাম এবং সেরা গস্পেল পরিবেশনা/গান বিভাগে দুইটি গ্র্যামি পুরস্কার লাভ করে। ২০১৯ সালে কেলি তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস প্রকাশ করেন।

ডিস্কোগ্রাফি

  • আনব্রেকেবল স্মাইল (২০১৫)
  • হাইডিং প্লেইস (২০১৮)
  • ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস (২০১৯)

তথ্যসূত্র