ছিগাপ্পু রোজাক্কাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
জঙ্গলবাসী (আলোচনা | অবদান)
২২ নং লাইন: ২২ নং লাইন:


==কাহিনীসংক্ষেপ==
==কাহিনীসংক্ষেপ==
{{spoiler}}
দিলীপ (কমল হাসান) একজন সফল শিল্পপতি । দিলীপের একটি নেগেটিভ দিক রয়েছে সেটা হল সে একজন নারীবিদ্বেষী, সে সুন্দরী নারীদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সঙ্গে নিজের বাসায় দৈহিক মিলন করে এবং এরপর হত্যা করে, এ সকল কার্যক্রম সে নিজেই গোপনে ভিডিও করে রাখার ব্যবস্থা করে এবং তার সৎ পিতার সঙ্গে ভিডিওগুলো দেখে, তার সৎ পিতাও তার মতই একজন নারীবিদ্বেষী । হত্যাকৃত নারীদেরকে তার বাড়ীর সামনেই দাফন করা হয় ।
দিলীপ (কমল হাসান) একজন সফল শিল্পপতি । দিলীপের একটি নেগেটিভ দিক রয়েছে সেটা হল সে একজন নারীবিদ্বেষী, সে সুন্দরী নারীদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সঙ্গে নিজের বাসায় দৈহিক মিলন করে এবং এরপর হত্যা করে, এ সকল কার্যক্রম সে নিজেই গোপনে ভিডিও করে রাখার ব্যবস্থা করে এবং তার সৎ পিতার সঙ্গে ভিডিওগুলো দেখে, তার সৎ পিতাও তার মতই একজন নারীবিদ্বেষী । হত্যাকৃত নারীদেরকে তার বাড়ীর সামনেই দাফন করা হয় ।



১৭:১৪, ৩ ডিসেম্বর ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

ছিগাপ্পু রোজাক্কাল
চিত্র:Sigappu Rojakkal Poster (1978 film).png
পোস্টার
পরিচালকপি. ভারতীরাজা
প্রযোজকজে. পদ্মাবতী
রচয়িতাপি. ভারতীরাজা
কে. ভাগ্যরাজ (ডায়লোগ)
শ্রেষ্ঠাংশেকমল হাসান
শ্রীদেবী
গৌন্দমণি
ভাদিভুক্কারাছি
কে. ভাগ্যরাজ
সুরকারইলাইয়ারাজা
চিত্রগ্রাহকপি. এস. নিবাস
সম্পাদকপি. ভাস্করণ
প্রযোজনা
কোম্পানি
কে. আর. জি. প্রোডাকশন্স
পরিবেশককে. আর. জি. প্রোডাকশন্স
মুক্তি২৮ অক্টোবর ১৯৭৮
দেশভারত
ভাষাতামিল

ছিগাপ্পু রোজাক্কাল (লাল গোলাপগুচ্ছ) ১৯৭৮ সালের একটি তামিল ফিল্ম যেখানে কমল হাসান এবং শ্রীদেবী মুখ্য চরিত্রে অভিনয় করেন । ফিল্মটির পরিচালনায় ছিলেন পি. ভারতীরাজা যিনি ফিল্মটির কাহিনীও লেখেন, যদিও ডায়লোগ লিখেছিলেন কে. ভাগ্যরাজ এবং এ ফিল্মে ইলাইয়ারাজার কম্পোজ করা হিট গান রয়েছে ।[১][২][৩]

কাহিনীসংক্ষেপ

টেমপ্লেট:Spoiler দিলীপ (কমল হাসান) একজন সফল শিল্পপতি । দিলীপের একটি নেগেটিভ দিক রয়েছে সেটা হল সে একজন নারীবিদ্বেষী, সে সুন্দরী নারীদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সঙ্গে নিজের বাসায় দৈহিক মিলন করে এবং এরপর হত্যা করে, এ সকল কার্যক্রম সে নিজেই গোপনে ভিডিও করে রাখার ব্যবস্থা করে এবং তার সৎ পিতার সঙ্গে ভিডিওগুলো দেখে, তার সৎ পিতাও তার মতই একজন নারীবিদ্বেষী । হত্যাকৃত নারীদেরকে তার বাড়ীর সামনেই দাফন করা হয় ।

দিলীপ একদিন সারদা (শ্রীদেবী) নামের একটি মেয়ের সঙ্গে পরিচিত হয় যে একটি শপিং মলের কর্মচারী । দিলীপ সারদার সঙ্গে বন্ধুত্ব করে এবং সারদা একজন রক্ষণশীল মহিলা হওয়ার কারণে দিলীপকে বিয়ের প্রস্তাব দেয় । দিলীপ সারদার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তাদের রোমান্টিক জীবন সামনে এগুতে থাকে । সারদা একদিন একটি রুমের দেওয়ালে লেখা খুঁজে পায় যেখানে তার স্বামীর অতীত সম্বন্ধে বিস্তারিত বর্ণনা আছে, সে জানতে পারে যে দিলীপ শৈশব কালে গরীব এবং গ্রাম্য ছেলে ছিল, একদিন সে একটি কামুক মেয়ের পাল্লায় পড়ে এবং মেয়েটি তাকে ঘরে নিয়ে তার সামনে তার ব্লাউজ খুলে ব্রা দেখায় আর তার শরীর স্পর্শের আহ্বান জানায়, দিলীপ অস্বীকৃতি জানায় আর মেয়েটি তাকে জড়িয়ে ধরে, মেয়েটির বাবা-মা ঘটনাস্থলে এসে পড়ে, মেয়েটি দিলীপের দোষ দিয়ে তাকে মার খাওয়ায়, দিলীপ গ্রাম থেকে পালিয়ে যায় এবং শহরে পাড়ি জমায় এবং এভাবেই বর্তমানে সে নারীদেরকে ঘৃণা করে । সারদা একটি রুমের দরজা খুলে দিলীপের পালক বাবার সামনে পড়ে যায়, সে দিলীপের যৌনমিলনের ভিডিও দেখছিল, সারদা তার ঐ রুমের দরজা আটকিয়ে দেয় এবং পালানোর চেষ্টা করে তবে দিলীপ সঙ্গে সঙ্গে অফিস থেকে এসে পড়ে । সারদা দৌড়োতে দৌড়োতে বাইরে চলে আসে । দিলীপ তার বাবাকে মুক্ত করে সারদার পিছু নেয়, তবে ব্যর্থ হয় আর পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে, পুলিশ তার মানসিক রোগের চিকিৎসা করানোর পরে জেলে পুরে রাখে ।

চরিত্র

সঙ্গীত

এই ফিল্মে কেবল মাত্র দুটি গান আছে একটি 'ইন্দা মিনমিনিক্কু' যেটি বসুদেব এবং এস. জনকীর গাওয়া, গীতিকার কন্নদাস এবং আরেকটি 'নিনাইভো ওরু পারাভাই' যেটি অভিনেতা কমল হাসান নিজে এবং এস. জনকী গেয়েছেন, এটির গীতিকার বালি । দুটো গানেরই সুরকার ইলাইয়ারাজা ।[৪][৫][৬]

তথ্যসূত্র

  1. "Filmography of sigappu rojakkal"। Cinesouth.com। ১৯৭৮-১০-২৮। সংগ্রহের তারিখ ২০১১-০৬-০৭ 
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Censoring-I-think-should-not-be-done-in-the-modern-world/articleshow/50836289.cms
  3. http://thewire.in/66336/ms-subbulakshmi-films/
  4. "Sigappu Rojakkal songs"। raaga। সংগ্রহের তারিখ ২০১৩-১০-০১ 
  5. http://www.thehindu.com/features/cinema/you-can-feel-the-fear-in-the-song-kamal-haasan/article6338555.ece
  6. http://www.thehindu.com/features/cinema/kamal-haasan-recalls-his-association-with-ilaiyaraja/article6360293.ece

বহিঃসংযোগ