বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশের বর্তমান মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তালিকাঃ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার তথ্য মতে,[১] বাংলাদেশে বর্তমানে ৪টি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানি আছে।

বাংলাদেশের সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বিস্তারিত তালিকা:

নাম লোগো প্রতিষ্ঠাকাল বিলুপ্তিকাল টিকা
সিটিসেল (প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড) ১৯৮৯ ২০ অক্টোবর ২০১৬ এটি বাংলাদেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর।[২]
গ্রামীণফোন লিমিটেড ২৬ মার্চ, ১৯৯৭ -
রবি আজিয়াটা লিমিটেড ১৯৯৭ -
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি লিমিটেড ১৯৯৯ -
টেলিটক বাংলাদেশ লিমিটেড ২০০৪ - এটি বাংলাদেশের একমাত্র সরকারি মালিকানাধীন দেশীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর।
ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেড ১০ মে, ২০০৭ ২০১০ সালের জানুয়ারী মাসে ভারতীয় এয়ারটেল, এর ৭০% শেয়ার কিনে নেয় এবং পরবর্তীতে সম্পূর্ণ মালিকানাই কিনে নেয়।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ২০০৭ (ওয়ারিদ) ২০১০ (ওয়ারিদ কিনে নেয় এয়ারটেল) ২০১৬ সালে এয়ারটেল এর সকল কার্যক্রম রবির সাথে একীভূত হয়ে যৌথ সংস্থাটি রবি নামে যাত্রা শুরু করে এবং রবির অধীনে এয়ারটেল গ্রাহকরা ২০১৬ সালের পর থেকে পরিচালিত হচ্ছে। রবি+এয়ারটেল=রবি।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন"www.btrc.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "আবারও চালু হচ্ছে সিটিসেল"। দৈনিক ইত্তেফাক। ২০১৭-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৬ 
  3. "রবি+এয়ারটেল=রবি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯