বাংলাদেশ তাঁত বোর্ড
গঠিত | ১৯৭৮ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
বাংলাদেশ : তাঁত বোর্ড বাংলাদেশ সরকারের মালিকানাধীন এবং সংবিধিবদ্ধ একটি সরকারী সংস্থা। [১] মো: মাহমুদ হোসেন বোর্ডের বর্তমান চেয়ারম্যান। [২]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ তাঁত বোর্ড ১৯৭৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ টেক্সটাইল এবং পাট মন্ত্রণালয় হতে পরিচালিত হয়। [১] এটি বাংলাদেশে ১.৫ মিলিয়ন স্বতন্ত্র হ্যান্ডলুম তাঁতিদের কাজ তত্ত্বাবধান করে। [৩] এটি বেনারাস পল্লী, জামদানি ও মুসলিনের ঐতিহ্যবাহী বয়ন শিল্পের সংরক্ষণের জন্য কাজ করে। [৪][৫]
১৯৮১ সালে নরসিংদীতে হস্ত তাঁত ব্যবহারের জন্য একটি পেশাদার প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। [৬] ২০১৩ সালে বাংলাদেশ তাঁত বোর্ড আইন পাস করা হয় । [৭]
ভিশন
[সম্পাদনা]উন্নত প্রযুক্তির মাধ্যমে হ্যান্ডলুম সেক্টরের সামগ্রিক উন্নয়ন এবং সম্প্রসারণ এবং সারা দেশে সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতি করে।
মিশন
[সম্পাদনা]বয়ন শিল্প ও হস্ত তাঁত সেক্টর বিকাশের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:
- ক্ষেত্র স্তরের কর্মকর্তাদের মাধ্যমে বুনন সেবা প্রদান করা।
- বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন সহযোগী সমাজগুলিতে তাদের গঠন করে হস্ত চালিত তাঁতের সম্প্রসারণ।
- দক্ষতা বাড়ানোর জন্য এবং হস্ত চালিত তাঁতে কাপড় উৎপাদন এবং উন্নত প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা।
- মাইক্রো ক্রেডিট সুবিধা মাধ্যমে কাজ মূলধন প্রদান।
- তাঁতিদের গ্রামের বিশেষ জামদানি ও বেনারসি বুনা পুনর্বাসন।
- হস্ত চালিত তাঁতের কাপড় এর বিপণন সুবিধা তৈরি করতে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Age-old Crafts for Contemporary Markets"। thedailystar.net। The Daily Star। ২ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ "Demystifying Muslin"। thedailystar.net। The Daily Star। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ মো তুহীন মোল্লা (২০১২)। "বাংলাদেশ তাঁত বোর্ড"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Mirpur Benaras Palli saris mostly Indian"। en.prothom-alo.com। Prothom Alo। ১৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ "Protection of Jamdani"। thedailystar.net। The Daily Star। ১৩ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ "Narsingdi weavers have no dream to weave"। archive.dhakatribune.com। Dhaka Tribune। ১১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ "Draft of BCSIR Act gets cabinet nod"। archive.dhakatribune.com। Dhaka Tribune। ১১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।