বাংলাদেশ তাঁত বোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ তাঁত বোর্ড
গঠিত১৯৭৮
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.bhb.gov.bd

বাংলাদেশ : তাঁত বোর্ড বাংলাদেশ সরকারের মালিকানাধীন এবং সংবিধিবদ্ধ একটি সরকারী সংস্থা। [১] মো: মাহমুদ হোসেন বোর্ডের বর্তমান চেয়ারম্যান। [২]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ তাঁত বোর্ড ১৯৭৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ টেক্সটাইল এবং পাট মন্ত্রণালয় হতে পরিচালিত হয়। [১] এটি বাংলাদেশে ১.৫ মিলিয়ন স্বতন্ত্র হ্যান্ডলুম তাঁতিদের কাজ তত্ত্বাবধান করে। [৩] এটি বেনারাস পল্লী, জামদানিমুসলিনের ঐতিহ্যবাহী বয়ন শিল্পের সংরক্ষণের জন্য কাজ করে। [৪][৫]

১৯৮১ সালে নরসিংদীতে হস্ত তাঁত ব্যবহারের জন্য একটি পেশাদার প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। [৬] ২০১৩ সালে বাংলাদেশ তাঁত বোর্ড আইন পাস করা হয় । [৭]

ভিশন[সম্পাদনা]

উন্নত প্রযুক্তির মাধ্যমে হ্যান্ডলুম সেক্টরের সামগ্রিক উন্নয়ন এবং সম্প্রসারণ এবং সারা দেশে সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতি করে।

মিশন[সম্পাদনা]

বয়ন শিল্প ও হস্ত তাঁত সেক্টর বিকাশের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:

  • ক্ষেত্র স্তরের কর্মকর্তাদের মাধ্যমে বুনন সেবা প্রদান করা।
  • বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন সহযোগী সমাজগুলিতে তাদের গঠন করে হস্ত চালিত তাঁতের সম্প্রসারণ।
  • দক্ষতা বাড়ানোর জন্য এবং হস্ত চালিত তাঁতে কাপড় উৎপাদন এবং উন্নত প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা।
  • মাইক্রো ক্রেডিট সুবিধা মাধ্যমে কাজ মূলধন প্রদান।
  • তাঁতিদের গ্রামের বিশেষ জামদানি ও বেনারসি বুনা পুনর্বাসন।
  • হস্ত চালিত তাঁতের কাপড় এর বিপণন সুবিধা তৈরি করতে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Age-old Crafts for Contemporary Markets"thedailystar.net। The Daily Star। ২ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬ 
  2. "Demystifying Muslin"thedailystar.net। The Daily Star। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬ 
  3. মো তুহীন মোল্লা (২০১২)। "বাংলাদেশ তাঁত বোর্ড"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. "Mirpur Benaras Palli saris mostly Indian"en.prothom-alo.com। Prothom Alo। ১৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬ 
  5. "Protection of Jamdani"thedailystar.net। The Daily Star। ১৩ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬ 
  6. "Narsingdi weavers have no dream to weave"archive.dhakatribune.com। Dhaka Tribune। ১১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬ 
  7. "Draft of BCSIR Act gets cabinet nod"archive.dhakatribune.com। Dhaka Tribune। ১১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬