পার (চলচ্চিত্র)
পার | |
---|---|
পরিচালক | গৌতম ঘোষ |
রচয়িতা | পার্থ ব্যানার্জি |
শ্রেষ্ঠাংশে | শাবানা আজমি নাসিরউদ্দিন শাহ উড়ি পুরি উৎপল দত্ত |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
পার (অনুবাদ: "দ্য ক্রসিং") গৌতম ঘোষ পরিচালিত একটি ১৯৮৪ সালের ভারতীয় হিন্দি-ভাষার চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ ও ওম পুরি । নওরঙ্গিয়া চরিত্রে অভিনয়ের জন্য নাসিরউদ্দিন শাহ ভলপি কাপ জিতেছিলেন। ছবিটি সমরেশ বসু রচিত বাংলা গল্প পাড়ী অবলম্বনে নির্মিত হয়েছে। [১]
পটভূমি
[সম্পাদনা]পার বিহারের এক গ্রামের শোষণের চলচ্চিত্র, যেখানে একজন বাড়িওয়ালা (উৎপল দত্ত) -এর লোকেরা একটি গ্রামকে প্রায় ধ্বংস করে দিয়েছে এবং সেই গ্রামে প্রগতিশীল শক্তি এক দানশীল স্কুল শিক্ষক (অনিল চ্যাটার্জি) -কে হত্যা করে। শ্রমিক নওরঙ্গিয়া (নাসিরউদ্দিন শাহ) নিষ্ক্রিয় প্রতিরোধের ঐতিহ্য ভেঙে বাড়িওয়ালার ভাইকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। নওরঙ্গিয়া এবং তাঁর স্ত্রী রমা (শাবানা আজমি) পলাতক হন। অন্য কোথাও জীবিকা নির্বাহের শতচেষ্টার পরে, দু'জনেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভাড়া টাকার জন্য, তারা শুকরের পাল নদীর মধ্য দিয়ে নিয়ে যেতে সম্মত হয়, যার ফলে গর্ভবতী রমা বিশ্বাস করে যে সে তার শিশুকে হারিয়েছে। তবে তাদের প্রশস্ত, দ্রুত প্রবাহিত নদী পার হতে সাঁতার কাটতে হবে, যেখানে তারা নিরাপদে পৌঁছানোর আগে প্রায় ডুবেই যাচ্ছিল। চলচ্চিত্রের শেষে নওরঙ্গিয়া রমার পেটের উপর কান পেতে অনাগত সন্তানের হৃৎস্পন্দন শোনার জন্য।
পাত্র-পাত্রী
[সম্পাদনা]- নাসিরউদ্দিন শাহ - নওরঙ্গিয়া
- শাবানা আজমী - রমা
- ওম পুরি - রাম নরেশ (গ্রাম প্রধান)
- উৎপল দত্ত - জমিদার
- অনিল চ্যাটার্জী - স্কুলমাস্টার
- মোহন আগাশে - হরি, বাড়িওয়ালার ভাই
- কামু মুখোপাধ্যায় - পাট মিল সরদার
- রুমা গুহ ঠাকুর্তা - স্কুলমাস্টারের স্ত্রী
- উষা গাঙ্গুলি - পাটকল শ্রমিকের স্ত্রী
- রূপা গাঙ্গুলি
- কল্যাণ চ্যাটার্জী
- সুনীল মুখোপাধ্যায় - কলকাতা ফুটপাতে বাসিন্দা
- বিমল দেব - পিগেরির এজেন্ট
পুরস্কার
[সম্পাদনা]- গৌতম ঘোষ এবং পার্থ ব্যানার্জির জন্য সেরা চিত্রনাট্য
- নাসিরউদ্দিন শাহের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- শাবানা আজমির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- নাসিরউদ্দিন শাহের পক্ষে ভলপ্পি কাপের সেরা অভিনেতা
- ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ইউনেস্কোর পুরস্কার
- ফিপ্রেসি পুরস্কার
- ভার্না ফিল্ম ফেস্টিভ্যালে রেড ক্রস পুরস্কার (১৯৮৭)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gulazar; Govind Nihalani (২০০৩)। Encyclopaedia Of Hindi Cinema। Popular Prakashan। পৃষ্ঠা 357। আইএসবিএন 978-81-7991-066-5।
বহিঃসংযোগ
[সম্পাদনা]ইন্টারনেট মুভি ডেটাবেজে পার (চলচ্চিত্র) (ইংরেজি)