নরোদম শিয়ামনি
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। |
নরোদম শিয়ামনি | |
---|---|
কম্বোডিয়ার রাজা | |
রাজত্ব | ১৪ অক্টোবর, ২০০৪ – বর্তমান |
রাজ্যাভিষেক | ২৯ অক্টোবর, ২০০৪ |
পূর্বসূরি | নরোদম শিয়ানোক |
প্রাসাদ | নরোডোম অফ কম্বোডিয়া |
পিতা | নরোদম শিয়ানোক |
মাতা | নরোদম মনোনিয়াথ শিয়ানোক |
ধর্ম | বৌদ্ধ |
নরোদম শিয়ামনি (ইংরেজি: Norodom Sihamoni) (জন্ম: ১৪ মে, ১৯৫৩) হচ্ছে কম্বোডিয়ার বর্তমান রাজা। তিনি পূর্ববর্তী রাজা নরোদম শিয়ানোক ও রানী নরোদম মনোনিয়াথ শিয়ানোকের জ্যেষ্ঠ পুত্র। এছাড়া তিনি ছিলে কম্বোডিয়ার সাবেক ইউনেস্কো রাষ্ট্রদূত। ২০০৪ সালে পূর্ববর্তী রাজার দায়িত্ব ত্যাগের পর নয় সদস্য বিশিষ্ট সিংহাসন কাউন্সিল তাকে রাজা হিসেবে মনোনীত করে। সিংহাসনের আরোহণের পূর্বে শিয়ামনি মূলত পরিচিত ছিলেন ইউরোপে কম্বোডিয়ার সাংস্কৃতিক দূত এবং একজন ক্লাসিকাল নৃত্য প্রশিক্ষক হিসেবে।
উপাধি
[সম্পাদনা]রাজা হিসেবে অভিষেকের পূর্বে তার উপাধি ছিলো স্ডেক ক্রম খ্হুন, যার বাংলা করলে দাড়ায় 'মহান রাজপুত্র'। রাজা হিসেবে তার উপাধি হয়, প্রিয়াহ কারুনা প্রিয়াহ ব্যাট সামডেক প্রিয়াহ ব্যারোমনিয়াথ শিয়ামনি নেই প্রিয়াথ রিয়াচিয়ানাচাকর্ কম্পুচিয়া; যা অনুবাদ হতে পারে, রাজতন্ত্রী কম্বোডিয়ার মাননীয় রাজা, রাজা নরোডোম শিয়ামনি। তার মূলনাম শিয়ামনি দেওয়া হয়েছে তার বাবা-মা'র নামের সাথে মিল রেখে (Sihanouk এবং Monineath, একত্রে শিয়ামনি)।