টুম্পা ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টুম্পা ঘোষ
জন্ম
টুম্পা ঘোষ

(1993-11-18) ১৮ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, নৃত্যশিল্পী
কর্মজীবন২০১১ – বর্তমান
পরিচিতির কারণরাঙিয়ে দিয়ে যাও, রাগে অনুরাগে, অগ্নিজল

টুম্পা ঘোষ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৯৩) একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি টেলিভিশন ধারাবাহিক রাঙিয়ে দিয়ে যাও, রাগে অনুরাগে, অগ্নিজল সহ আরো অনেক ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত। টুম্পা বিধির বিধান-এ মূখ্য অভিনেত্রী হিসাবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। জি বাংলার সাথে তার প্রথম ধারাবাহিক ছিল রাগে অনুরাগে,[১] যা প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল এবং রাগে অনুরাগে-তে দ্বৈত চরিত্রে ভূমিকার জন্য টুম্পা দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন।

টুম্পাকে শেষবার জি বাংলায় রাঙিয়ে দিয়ে যাও-এ শিউলি চরিত্রে দেখা গিয়েছিল। টুম্পা বর্তমানে কালার্স বাংলায় নিশির ডাক-এ শ্রীময়ীর চরিত্রে কাজ করছেন। টুম্পা পান সুপারি নামে একটি চলচ্চিত্রেও কাজ করেছিলেন,[২] যা জি বাংলা সিনেমায় প্রিমিয়ার হয়েছিল।

টেলিভিশন[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা চ্যানেল
২০১২-২০১৩ বিধির বিধান শ্যামা স্টার জলসা
২০১৩-২০১৫ রাগে অনুরাগে কমল / কোরি জি বাংলা
২০১৬ বেদেনি মলুয়ার কথা মলুয়া
২০১৬-২০১৭ অগ্নিজল সৌরজা স্টার জলসা
২০১৭ জয় কালী কলকাত্তাওয়ালি তনুশ্রী
২০১৭-২০১৮ রাঙিয়ে দিয়ে যাও শিউলি জি বাংলা
২০১৮ নিশির ডাক শ্রীময়ী কালার্স বাংলা
২০২১ তিন শক্তির আধার ত্রিশূল দুর্গা কালার্স

বাংলা

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর সিনেমা চরিত্র চ্যানেল মন্তব্য
২০১৬ পান সুপারি ফুলটুসি জি বাংলা সিনেমা চলচ্চিত্রে অভিষেক

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]