জোবাইক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোবাইক

সংক্ষিপ্ত বিবরণ
সেবা উপভোগকারী এলাকাঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার
অবস্থানঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার
পরিবহনের ধরনবাইসাইকেল রাইড শেয়ারিং সেবা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
(মার্চ ২০১৯)
প্রধান নির্বাহী কর্মকর্তামেহেদী রেজা
ওয়েবসাইটhttps://www.jo.bike/
চলাচল
চালুর তারিখ২০১৮
একক গাড়ির সংখ্যা৪৫০+ (জুন ২০২০)

জোবাইক হলো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বাইসাইকেল রাইড শেয়ারিং সেবা দেওয়ার এক ধরনের রাইড শেয়ারিং সিস্টেম।[১] এটি ২০১৮ সালে কক্সবাজারে পরীক্ষামূলক ভাবে চালু হয়।[২] বর্তমানে উক্ত শহরসমূহে ৫ টিরও অধিক স্টেশন এবং ৪৫০ এরও অধিক সংখ্যক বাইসাইকেল নিয়ে তারা রাইড সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে এ সেবাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এ চালু রয়েছে। এছাড়াও ঢাকার মিরপুর, গুলশান, বনানী ও বারিধারাতেও এ সেবাটি চালু রয়েছে।[৩][৪]

চালনা বা সেবা গ্রহণ পদ্ধতি[সম্পাদনা]

গুগল প্লে স্টোর থেকে Jobike নামের অ্যাপটি ডাউনলোড করে, অ্যাকাউন্ট খুলে, সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি আনলক্ করে ব্যবহার করা যায়। সাইকেলটি ব্যবহারের জন্য ঢাকায় প্রতি মিনিটে এক টাকা করে দিতে হয়। অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খোলার সঙ্গে সঙ্গে সময় গণনা শুরু হয়। গন্তব্যে পৌঁছে ব্যবহারকারী যখন সাইকেলটি স্ট্যান্ড করে পুনরায় লক করেন তখন শেষ হয় তার রাইড। রাইডের মূল্য পরিশোধ করতে সাইকেল স্ট্যান্ডের কাছে একটি রিচার্জ কেন্দ্র থাকে। যেখান থেকে ব্যবহারকারীরা জোবাইকের অ্যাপে রিচার্জ করতে পারেন। আর সেই অ্যাকাউন্ট থেকেই রাইডের ভাড়া পরিশোধ করা যায়।[৫][৬][৭][৮]

ইতিহাস[সম্পাদনা]

জোবাইক রাইড শেয়ারিং সেবাটি চালু করেন বাংলাদেশী তরুণ উদ্দোক্তা ও ই-কমার্স জায়ান্ট আলিবাবা এ কর্মরত মেহেদী রেজা। এটি ১৮ জুন ২০১৮ থেকে রাইড শেয়ারিং সেবা দেওয়া শুরু করে।[৯] এই সেবাটি পর্যটন নগরী কক্সবাজারে চালুর মাধ্যমে এর যাত্রা শুরু হয়।[১০][১১] প্রথম দিকে সেবাটি কক্সবাজার শহরের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়[১২], চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,[১৩][১৪] এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চালু হয়।[১৫][১৬] রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় ৫০টি বাইসাইকেল নিয়ে শুরু হয় ‘জোবাইকের’ নতুন প্রকল্প।[১৭][১৮][১৯] ১৬ অক্টোবর ২০১৯ তারিখে আনুষ্ঠানিকভাবে জোবাইক সেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালুর পর সর্বশেষ ২৪ জুন ২০২০ তারিখে নতুন ১০০টি বাইসাইকেল নিয়ে ঢাকার গুলশান, বনানী ও বারিধারাতে রাইড শেয়ারিং সেবা চালু করা হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bicycle-rental startup JoBike plans big"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  2. "মেয়েদের সাইক্লিং শেখাচ্ছে 'জোবাইক'"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  3. "জোবাইক এখন গুলশান, বনানী ও বারিধারায়"। bdnews24। ২৪ জুন ২০২০। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০ 
  4. "Jobike hits Sust streets"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  5. "'জোবাইক', মাত্র ৩ টাকায় ৫ মিনিট!"। bd-journal। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  6. "সাইকেল ভাড়ার ডিজিটাল দোকান"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  7. "শাবিতে 'জোবাইক'"যমুনা নিউজ। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাইকেল মিলবে মোবাইল অ্যাপে"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  9. "দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং সেবা চালু"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  10. "পর্যটকদের জন্য কক্সবাজারে চালু হলো 'জোবাইক'"বাংলা ট্রিবিউন। ২০২১-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  11. "নারী দিবস উপলক্ষ্যে মেয়েদের সাইক্লিং শেখাচ্ছে 'জোবাইক'"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  12. "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'জোবাইক'"বাংলা ট্রিবিউন। ২০২১-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  13. "জোবাইক এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  14. "এবার রাবিতে চালু হচ্ছে সাইকেল শেয়ারিং সেবা 'জোবাইক'"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  15. "শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জোবাইক"সমকাল। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  16. "এবার শাবিপ্রবিতে 'জোবাইক' সেবা"ঢাকা ট্রিবিউন। ২০১৯-০১-২৭। ২০২১-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  17. "Jobike hits Dhaka streets"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  18. "এবার ঢাকায় শুরু হয়েছে 'জোবাইক' সেবা"। ইউএনবি। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  19. "রাজধানীতে জোবাইক সেবা"দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]