বিষয়বস্তুতে চলুন

জাতীয় বিজ্ঞান দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় বিজ্ঞান দিবস
পালনকারীভারত
তাৎপর্যবিজ্ঞান প্রসার
তারিখ২৮ ফেব্রুয়ারি

জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ দিনটিকে প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর রামন এফেক্ট-এর আবিষ্কারের সম্মানে ভারতে পালন করা হয়। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে রামন এই পরিঘটনা আবিষ্কার করেছিলেন।[]

এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে রামন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে ।

জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৬ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যোগাযোগ আয়োগ (NCSTC) ভারত সরকার এর কাছে ২৮ ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করে, পরে সরকার এই আবেদনের অনুমোদন দেয়। এটি গোটা দেশজুড়ে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, অন্য অন্য শৈক্ষিক, বৈজ্ঞানিক, কারিগরী, চিকিৎসা, গবেষণা প্রতিষ্ঠানসমূহে এই দিবস পালন করা হয়। প্রথম জাতীয় বিজ্ঞান দিবস ২৮ ফেব্রুয়ারি ১৯৮৭ সাল থেকে NCSTC বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা প্রসার ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ অবদান যোগে প্রতিষ্ঠানসমূহকে জাতীয় বিজ্ঞান জনপ্রিয়করণে পুরস্কার দিতে শুরু করে।

২০০৯সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল "বিজ্ঞানের দিগন্তের প্রসার"।

সেই বছর দেশের মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগ বিজ্ঞান প্রসারের জাতীয় পুরস্কার চালু করে। এই পুরস্কার দেশে বিজ্ঞান জনপ্রিয়করণ করা কোনো ব্যক্তি ও সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে।

২০০৯ সালে বিক্রম সারাভাই বিজ্ঞান কেন্দ্রকে বিজ্ঞান সম্পর্কীত গবেষণা ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণশালা ইত্যাদি আয়োজনর জন্য সেই বছরের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়।[]

২০১০ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল, "লিংগ সমতা, বহনক্ষম বিকাশের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি।

২০১১ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল, দৈনন্দিন জীবনত রসায়ন বিদ্যা।

২০১২ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল "সুরক্ষিত শক্তি উৎস ও নিউক্লীয় সুরক্ষা"[]

২০১৩ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল, জিনের পরিবর্তন ঘটিয়ে খাদ্যশস্য ও খাদ্য সুরক্ষা।

২০১8 সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল, "বৈজ্ঞানিক মানসিকতার উত্‍কর্ষ সাধন" ও "শক্তি সংরক্ষণ"।

২০১৫ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল - জাতি গঠনে বিজ্ঞান[]

২০১৬ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল - জাতির উন্নয়নে বৈজ্ঞানিক বিষয়াদি

২০১৭ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল -বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি[]

২০১৮ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল -টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি

২০১৯ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল - জনগণের জন্য বিজ্ঞান ও বিজ্ঞানের জন্য জনগণ[]

২০২০ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল - বিজ্ঞানে মহিলা[]

২০২১ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) - ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যত: শিক্ষায় দক্ষতা ও কাজের উপর প্রভাব[] রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে ২০২১ সালের বিজ্ঞান দিবসে কলকাতার বিড়লা ইন্ডিয়াস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম "ক্যারেকটারইজিং কালার : স্যার সি ভি রমন অ্যান্ড ওয়ার্ক" শীর্ষক তথ্যচিত্র প্রকাশ করে।[]

{{মূল নিবন্ধ রামন এফেক্ট}}

১৯২৮ সালে প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন একবর্ণী দৃশ্যমান আলোকরশশ্মিকে বিভিন্ন তরলের (বেঞ্জিন,টলুইন প্রভৃতির) মধ্য দিয়ে পাঠিয়ে লক্ষ্য করেন যে, আপতিত রশ্মির অভিলম্বে বিক্ষিপ্ত বিকিরণের মধ্যে মূল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ ছাড়াও আরো অপেক্ষাকৃত ক্ষুদ্রতর এবং দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যায়। এই ঘটনাকে ‘রামন ক্রিয়া’ বলে। এই ক্রিয়া তরল ছাড়াও কঠিন ও গ্যাসীয় মাধ্যমে পরিলক্ষিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জাতীয় বিজ্ঞান দিবস"আকাশবাণী। ১৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৮ 
  2. "CSC আহমেদাবাদে জাতীয় বিজ্ঞান দিবসের পুরস্কার"। গুজরাত গ্ল’বেল। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৮  [অকার্যকর সংযোগ]
  3. "জাতীয় বিজ্ঞান দিবস - ২৮ ফেব্রুয়ারি সি.ভি. রামন - রামন পরিঘটনার আবিষ্কার"। ১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬ 
  4. "Archived copy" (পিডিএফ)। ২৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫ 
  5. http://www.ugc.ac.in/pdfnews/0938370_UGC-Letter-reg-National-Science-Day1.pdf#%5B%7B%22num%22%3A18%2C%22gen%22%3A0%7D%2C%7B%22name%22%3A%22FitH%22%7D%2C799%5D
  6. http://www.dst.gov.in/news/theme-national-science-day-2019-science-people-and-people-science
  7. https://m.timesofindia.com/home/education/news/national-science-day-nsd-2020-theme-is-women-in-science/amp_articleshow/74368214.cms
  8. https://www.thehindu.com/news/national/telangana/national-science-day-to-be-held-on-february-28/article33904580.ece
  9. "মুক্তি পেল রমনকে নিয়ে তথ্যচিত্র"