কাঁটাচুয়া
অবয়ব
কাঁটাচুয়া[১] | |
---|---|
য়ুরোপীয় কাঁটাচুয়া | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | Mammalia |
বর্গ: | Erinaceomorpha |
পরিবার: | Erinaceidae |
উপপরিবার: | Erinaceinae G. Fischer, 1814 |
Genera | |
কাঁটাচুয়া (ইংরেজি: Hedgehog) শজারু-সদৃশ কাঁটাধারী স্তন্যপায়ী জন্ত। স্তন্যপায়ী জন্তটির মুখ ছাড়া সারা গা জুড়ে অসংখ্য কাঁটা। তবে কাঁটাগুলি সজারুর তুলনায় অনেক ছোট। কাঁটাচুয়ার প্রায় ১৭টি প্রজাতি মিলিয়ে এরিনাসিওমর্ফা বর্গের এরিনাসি পরিবার। কাটাচুয়া সাধারণত ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং নিউজিল্যান্ডের কয়েকটি অংশে পাওয়া যায়।অস্ট্রেলিয়া এবং আমেরিকা মহাদেশে কাটাচুয়া পাওয়া যায় না।