উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৮৮
ফ্রিডম ফ্রম ফিয়ার হল মার্কিন চিত্রশিল্পী নরম্যান রকওয়েল কর্তৃক সৃষ্ট জনপ্রিয় ফোর ফ্রিডমস তৈলচিত্রের শেষ অংশ। ধারাবাহিকটি ১৯৪১ সালের ৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট কর্তৃক প্রদেয় ফোর ফ্রিডমস নামে বিবৃত চারটি লক্ষের উপর ভিত্তি করে তৈরি। ১৯৪৩ সালের ১৩ মার্চ দা সেটারডে ইভিনিং পোস্টে সেসময়ের বিশিষ্ট চিন্তাবিদ স্টিফেন ভিনচেন্ট বেনেটের প্রবন্ধের সাথে ধারাবাহিকের এই কর্মটি প্রকাশিত হয়েছিল। চিত্রকর্মটি সাধারণত দা ব্লিটজের (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি কর্তৃক যুক্তরাজ্যের উপর বোমাহামলা) সময় অভিভাবক কর্তৃক শিশুদের ঘুম পারানো হচ্ছে তা বুঝানো হয়। ফোর ফ্রিডমস শিরোনামের চারটি তৈলচিত্রের ধারাবাহিক ১৯৪১ সালের ৬ জানুয়ারি, ৭৭তম মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসে দেওয়া স্টেট অব দা ইউনিয়ন ভাষণে রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট দ্বারা অনুপ্রাণিত হয়েছিল; সেই বক্তৃতায় ফোর ফ্রিডমের (চারটি স্বাধীনতা) কথা উল্লেখ করা হয়। ফোর ফ্রিডমস থিমটি পরবর্তীতে আটলান্টিক সনদের অন্তর্ভুক্ত করা হয় এবং এটি জাতিসংঘের সনদের অংশ হয়ে ওঠে। ১৯৪৩ সালের শুরুর দিকে টানা চার সপ্তাহে প্রখ্যাত লেখকদের রচনার সাথে দা স্যাটারডে ইভিনিং পোস্টে চিত্রকর্মগুলির ধারাবাহিক ছাপা হয়েছিল। চারটি ধারাবাহিকের মধ্যে ছিল ফ্রিডম অব স্পিচ (বাক স্বাধীনতা), ফ্রিডম অব ওরশিপ (উপাসনার স্বাধীনতা) ফ্রিডম ফ্রম ওয়ান্ট (চাওয়ার স্বাধীনতা) এবং ফ্রিডম ফ্রম ফিয়ার (ভয় থেকে মুক্তি)। (বাকি অংশ পড়ুন...)