ইনসুরিয়াল আমেরিকা (কোম্পানি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইনসুরিয়াল আমেরিকা
ধরনব্যক্তিগত মালিকানাধীন
শিল্পআন্তর্জাতিক ব্যবসায়
প্রতিষ্ঠাকাল২০০৭
বিলুপ্তিকালমার্চ ২০১৪ (2014-03)
অবস্থাবন্ধ
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
মনসুর আহমেদ (সিইও)
কর্মীসংখ্যা
৬৫০ (বিশ্বব্যাপী)

ইনসুরিয়াল আমেরিকা বা ইনসুরিয়াল একটি আমেরিকান বহুজাতিক কোম্পানি ছিল। এর সদর দপ্তর নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত। এই কোম্পানি তাদের ব্যবসা মূলত সংযুক্ত আরব আমিরাত, চীন, ভারত, পাকিস্তান, জাপানে পরিচালনা করত৷[১] তাছাড়াও এটি হংকং এর মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ব্যবসা করত। এই কোম্পানি সাধারণত ব্যবসায় মধ্যস্থতা, তদারকি এবং বিশ্লেষণধর্মী কাজ করত। বিলুপ্ত হবার আগ পর্যন্ত এর বাজার দর ছিল ৪০০ মিলিয়ন ডলার।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]