ইউসি বার্কলি কলেজ অব কেমিস্ট্রি
অবয়ব
ধরন | পাবলিক প্রফেশনাল স্কুল |
---|---|
স্থাপিত | ১৮৭২ |
ডিন | Douglas S. Clark |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৮৯ [১] |
স্নাতক | ৮১৫ (২০১২-১৩)[১] |
স্নাতকোত্তর | ৫২৬ (২০১২-১৩)[১] |
অবস্থান | , , |
ওয়েবসাইট | http://chemistry.berkeley.edu/ |
ইউসি বার্কলি কলেজ অব কেমিস্ট্রি হলো ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি এর ১৪টি স্কুল ও কলেজের মধ্যে অন্যতম। এর রসায়ন বিভাগ বিশ্বের অন্যতম বৃহৎ এবং উৎপাদনশীল, যেখান থেকে প্রতি বছর প্রায় ৮০ জন শিক্ষার্থী ডক্টরেট ডিগ্রি লাভ করে। সিবোরজিয়াম মৌলটি এই এই বিভাগের সাবেক চেয়ারম্যান গ্লেন থিওডোর সিবোর্গ এর নামে নামকরণ করা হয়েছে।
ডিগ্রি
[সম্পাদনা]এই কলেজ তিনটি উপস্নাতক ডিগ্রি প্রদান করে : কেমিকৌশল, রসায়ন এবং কেমিক্যাল বায়োলজি।
শিক্ষকবৃন্দ
[সম্পাদনা]কলেজের বর্তমান শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর ১০ জন সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস এর ২৮ জন সদস্য এবং আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর ৩৩ জন সদস্য। শিক্ষকবৃন্দের মধ্যে ৩ জন ন্যাশনাল মেডেল অব সায়েন্স বিজয়ী রয়েছেন।
বিখ্যাত শিক্ষক
[সম্পাদনা]- মেলভিন কেলভিন
- উইলিয়াম ফ্রান্সিস জিওক
- ডাডলি হের্শবাখ
- ইউয়ান ৎসে লি
- গিলবার্ট নিউটন লুইস
- কেনেথ স্যানবর্ন পিটজার
- উইলার্ড ফ্র্যাংক লিবি
- গ্লেন থিওডোর সিবোর্গ
- রজার ওয়াই. তিসিয়েন