জাগুয়েম্বিয়ে লুবিন
পূর্ণ নাম | জাগুয়েম্বিয়ে লুবিন স্পুকা আকৎসিয়না | |||
---|---|---|---|---|
ডাকনাম | মিয়েজিওভি (তামা) | |||
প্রতিষ্ঠিত | ১০ সেপ্টেম্বর ১৯৪৫ (ওএমটিইউআর লুবিন হিসেবে) | |||
মাঠ | স্তাদিওন জাগুয়েম্বিয়ে লুবিন | |||
ধারণক্ষমতা | ১৬,১০০ | |||
সভাপতি | খালি | |||
ম্যানেজার | মার্তিন শেভেলা | |||
লিগ | একস্ত্রাকলাসা | |||
২০১৮–১৯ | ৬ষ্ঠ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
কেজিএইচএম জাগুয়েম্বিয়ে লুবিন (পোলীয় উচ্চারণ: [zaˈɡwɛmbjɛ ˈlubin], পোলীয়: Zagłębie Lubin; এছাড়াও জাগুয়েম্বিয়ে লুবিন নামে পরিচিত) হচ্ছে লুবিন ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[১][২] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯৪৫ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। জাগুয়েম্বিয়ে লুবিন তাদের সকল হোম ম্যাচ লুবিনের স্তাদিওন জাগুয়েম্বিয়ে লুবিনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,১০০।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্তিন শেভেলা। চেক রক্ষণভাগের খেলোয়াড় লুবোমির গুলদান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, জাগুয়েম্বিয়ে লুবিন এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি একস্ত্রাকলাসা, ৩টি আই লিগা, এবং ১টি পোলীয় সুপার কাপ শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]- একস্ত্রাকলাসা:
- আই লিগা:
- পোলীয় কাপ:
- রানার-আপ: (৩) ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০১৩–১৪
- পোলীয় সুপার কাপ:
- চ্যাম্পিয়ন: (১) ২০০৭
- রানার-আপ: (১) ১৯৯১
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাগুয়েম্বিয়ে লুবিনের ইতিহাস"। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "জাগুয়েম্বিয়ে লুবিন"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "স্তাদিওন জাগুয়েম্বিয়ে লুবিন"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (পোলীয়)