বিষয়বস্তুতে চলুন

শরীর উষ্ণ করা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Warming up থেকে পুনর্নির্দেশিত)
শরীর উষ্ণ করা

ওয়ার্ম আপ বা ওয়ার্মিং আপ বা শরীর উষ্ণ করা কোন কাজ বা অনুশীলন শুরু করার আগে করা হয়। শারীরবিদ, গায়ক, নৃত্যশিল্পী প্রভৃতি পেশাকর্মীরা সংশ্লিষ্ট অঙ্গ বা পেশী স্ট্রেচিং করার পূর্বে এটি করে থাকেন।

খেলাধুলা/অনুশীলন

[সম্পাদনা]

ওয়ার্ম আপ সাধারণত শারীরিক বেয়াম, সন্ধির বেয়াম ও স্ট্রেচিংয়ের জন্য শরীরকে স্বতস্ফূর্তভাবে গতিশীল করে। ওয়ার্ম আপ শরীরকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেখানে শরীর একটি দক্ষ ও দ্রুত কর্মপদক্ষেপের জন্য সহজেই নিরাপদভাবে স্নায়বিক সাড়া প্রদান করে। ওয়ার্ম আপ হাটুর পেশিকে মজবুত করে ফলে হাটুর ইনজুরির পরিমাণ কমায়। দীর্ঘ ওয়ার্ম আপের ফলে ফুটবলসহ বিভিন্ন খেলাধূলায় সার্বিকভাবে ইনজুরি কম হয়। ওয়ার্ম আপের ফলে তাৎক্ষণিকভাবে নিম্নোক্ত প্রতিক্রিয়াসমূহ দেখা যায়:

  • শরীরে এনড্রেনালিন হরমোন নিঃসরণ শুরু হয়।
  • হৃৎস্পন্দন বেড়ে যায়।
  • রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়।

স্ট্রেচিং

[সম্পাদনা]
একদল হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থী শারীরিক শিক্ষা ক্লাসে ব্যালিস্টিক স্ট্রেচিং করছে

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]