বল্লমকলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Vallam kali থেকে পুনর্নির্দেশিত)
উত্রট্টাতি নৌকা প্রতিযোগিতায় আরানমুল নৌকা
সাপের নৌকার সাথে নৌকা প্রতিযোগিতা
ভালম কুলাঙ্গার - সাপের নৌকা

বল্লমকলি ( vaḷḷaṃ kaḷi, আক্ষরিক অর্থে: নৌকা খেলা) ভারতের কেরালায় আয়োজিত একটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এটি নৌকা বাইচের একটি বিশেষ রূপ। এই খেলায় মূলত প্যাডেল ওয়ার ক্যানো জাতীয় নৌকা ব্যবহার করা হয়। এটি প্রধানত কেরলে বসন্তের ফসল কাটার উৎসব ওনামের মরসুমে পরিচালিত হয়। বল্লমকলিতে অনেক ধরনের প্যাডেল চালিত লম্বা নৌকা এবং 'সর্প নৌকা'র প্রতিযোগিতা অন্তর্ভূক্ত রয়েছে। প্রতি বছর কেরলে আয়োজিত নেহরু ট্রফির জন্য এই নৌকা বাইচের প্রতিটি দল প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।

চুন্দন বল্লম হচ্ছে এক ধরনের 'সর্প নৌকা' বা 'সাপের নৌকা'। এটি প্রায় ৩০-৩৫ মিটার (১০০-১২০ ফুট) লম্বা এবং ৬৪ বা ১২৮ জন প্যাডলারের[১] দ্বারা চালানো নৌকা। এধরনের নৌকা এই প্রতিযোগিতার ব্যবহৃত একটি বিশেষ আকর্ষণ। তাই বল্লমকলি নৌকা বাইচ সাপের নৌকা প্রতিযোগিতা হিসাবেও পরিচিত। স্থানীয় মানুষদের নিকট এটি একটি প্রধান পর্যটক আকর্ষণ। অন্যান্য ধরনের যেসব নৌকা প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সেগুলো হল: চুরুলান বল্লভ, ইরুটুকুথি বল্লম, ওডিআই বল্লম, ভেপ্পু বল্লাম, ভাদাক্কানোদি বল্লম এবং কোচু বল্লম। নেহেরু ট্রফি নৌকা বাইচ হল ভারতের কেরালার আলাপ্পুঝার কাছে পুন্নমাদা হ্রদে অনুষ্ঠিত একটি জনপ্রিয় বল্লমকলি অনুষ্ঠান।

ইতিহাস[সম্পাদনা]

বল্লমকলি

১৩ শতকের গোড়ার দিকে কেরলে কায়মকুলম এবং চেম্বাকাসেরির সামন্ত রাজ্যগুলোর মধ্যে যুদ্ধের সময়, চেম্বাকাসেরির রাজা দেবনারায়ণ চুন্দন ভালম নামে একটি যুদ্ধ নৌকা নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি এটি তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন সেই সময়ের একজন বিখ্যাত ছুতারকে[২] সুতরাং, এই সাপের নৌকা তৈরির প্রযুক্তিগত পদ্ধতিগুলো প্রায় ৮ শতাব্দী পুরানো। আজও ব্যবহৃত সাপের নৌকাগুলোর মধ্যে পার্থসারথি চুন্দন প্রাচীনতম মডেল। [৩]

বল্লমকলি প্রধানত শরৎকালে ফসল কাটার উৎসব ওনামের সময় পরিচালিত হয়। চুন্দন ভল্লামের জাতি প্রধান অনুষ্ঠান। বল্লমকলিতে কেরালার অন্যান্য অনেক ধরনের ঐতিহ্যবাহী প্যাডেল লংবোটের রেসও অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি রাজ্যের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ।

নেহেরু ট্রফি নৌকা বাইচ

ভাঞ্চিপাট্টু[সম্পাদনা]

ভাঞ্চিপাট্টু (অনু. 'নৌকা সংগীত') হল মালয়ালম ভাষার কবিতার রূপ যা সাধারণত বল্লমকলি এবং সম্পর্কিত উত্সবগুলোর সময় ব্যবহৃত হয়। আরানমুল উত্তরাত্তদি বল্লমকলির সময়, ভাঞ্চিপাট্টু অনুষ্ঠানের তাৎপর্যের জন্য অংশগ্রহণকারীরা সঞ্চালিত হয়। রামাপুরথু ওয়ারিয়ারকে ভাঞ্চিপাট্টুর পথপ্রদর্শক বলে মনে করা হয়। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Snake Boat Races (Vallam Kali)" 
  2. MS, Prasanth। "karichal chundan - Nehru Trophy Winner 2016, karichal, karichalchundan, karichalchundan.com,payipad boat race,kerala snake boat race,snake boat race in kerala"Karichalchundan.com। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  3. "Origin of Vallamkali (Boat Race)"। ৩১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২২ 
  4. Pillai, R. Ramabhadran (৮ আগস্ট ২০১৫)। "A fusion twist to Vanchipattu"The Hindu। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]