২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Swimming at the 2008 Summer Olympics – Women's 200 metre breaststroke থেকে পুনর্নির্দেশিত)
XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১৩ই আগস্ট (হিট)
১৫ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী ৪১জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
রৌপ্য পদক   অস্ট্রেলিয়া
ব্রোঞ্জ পদক   নরওয়ে
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৩১৫ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্রেস্টস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২:২৮.২০সেকেন্ড(A মান) এবং ২:৩৩.৪০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড[সম্পাদনা]

বিশ্বরেকর্ডকারী ও ২০০মিটার ব্রেস্টস্ট্রোক প্রতিযোগিতার অন্যতম দাবিদার, লেইসেল জোন্স।

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  লেইসেল জোন্স (AUS) ২:২০.৫৪ মেলবোর্ন, অস্ট্রেলিয়া ১লা ফেব্রুয়ারি ২০০৬ [১]
অলিম্পিক রেকর্ড  আমান্ডা বেয়ার্ড (USA) ২:২৩.৩৭ অ্যাথেন্স, গ্রীস ১৯শে আগস্ট ২০০৪ -

এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১৩ই আগস্ট হিট ৫ রেবেকা সোনি  মার্কিন যুক্তরাষ্ট্র ২:২২.১৭ OR
১৫ই আগস্ট ফাঈনাল রেবেকা সোনি  মার্কিন যুক্তরাষ্ট্র ২:২০.২২ OR WR

হিট[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
রেবেকা সোনি  মার্কিন যুক্তরাষ্ট্র ২:২২.১৭ Q, OR
লেইসেল জোন্স  অস্ট্রেলিয়া ২:২৩.৮১ Q
মির্না জুকিচ  অস্ট্রিয়া ২:২৪.৩৯ Q
সারা নর্ডেনস্টাম  নরওয়ে ২:২৪.৪৭ Q
রাই কানেতো  জাপান ২:২৪.৬২ Q
মেগুমি তানেদা  জাপান ২:২৪.৭৫ Q
অ্যানামে পিয়ার্স  কানাডা ২:২৫.০১ Q
য়ুলিয়া ইয়েফিমোভা  রাশিয়া ২:২৫.০৭ Q
সুজান ভ্যান বিল্জন  দক্ষিণ আফ্রিকা ২:২৫.৫১ Q
১০ স্যালি ফস্টার  অস্ট্রেলিয়া ২:২৫.৫৪ Q
১১ সেউল্কি জুং  দক্ষিণ কোরিয়া ২:২৫.৯৫ Q
১২ জোলিন হো্স্টম্যান  সুইডেন ২:২৬.০০ Q
১৩ হুই কি  চীন ২:২৬.১৬ Q
১৪ অ্যান পোলস্কা  জার্মানি ২:২৬.৭৪ Q
১৫ এলিস ম্যাটিসেন  বেলজিয়াম ২:২৭.০৪ Q
১৬ জিওং দারি  দক্ষিণ কোরিয়া ২:২৭.২৮ Q
১৭ ইনা কাপিশিনা  বেলারুশ ২:২৭.৩৪
১৮ আমান্ডা বেয়ার্ড  মার্কিন যুক্তরাষ্ট্র ২:২৭.৭০
১৯ ই টিং সিওউ  মালয়েশিয়া ২:২৭.৮০
২০ ওল্গা দেতেন্যুক  রাশিয়া ২:২৭.৮৭
২০ কির্স্টি ব্যালফোর  গ্রেট ব্রিটেন ২:২৭.৮৭
২২ অ্যাড্রিয়ানা মার্মোলেজো  মেক্সিকো ২:২৮.১০ NR
২৩ য়ুলিয়া পিডলিস্না  ইউক্রেন ২:২৮.৮৪
২৪ মিরেইয়া বেলমন্ট  স্পেন ২:২৯.৪৬
২৫ আলিয়া অ্যাটকিনসন  জ্যামাইকা ২:২৯.৫৩
২৬ নান লুও  চীন ২:২৯.৬৭
২৭ ক্যাটালিন বোর  হাঙ্গেরি ২:২৯.৯৫
২৮ সারা এলবেক্রি  মরক্কো ২:৩০.০৪
২৯ ডায়ানা গোমেজ  পর্তুগাল ২:৩০.১৮
৩০ সোফি ডে রোঞ্চি  ফ্রান্স ২:৩০.৯৩
৩১ মারিনা কুচ  মন্টিনিগ্রো ২:৩১.২৪
৩২ দিলারা গুনায়দিন  তুরস্ক ২:৩১.৮৬
৩৩ নাজা হিগল  সার্বিয়া ২:৩২.৭৮
৩৪ স্মাইলিয়ানা মারিনোভিচ  ক্রোয়েশিয়া ২:৩২.৮০
৩৫ রামিন্তা ভারিস্কাইট  লিথুয়ানিয়া ২:৩৩.৩২
৩৬ নিকোলেট টেও  সিঙ্গাপুর ২:৩৪.৬০
৩৭ অগাস্টিনা ডি জিওভান্নি  আর্জেন্টিনা ২:৩৪.৯৪
৩৮ অ্যাঞ্জেলিকি এক্সারচৌ  গ্রিস ২:৩৬.৮৩
৩৯ নূরা লখানেন  ফিনল্যান্ড ২:৩৮.৯৭
৪০ তাতিয়ানি সাকেমি  ব্রাজিল ২:৩৯.১৩
DNS সারা পোয়ে  জার্মানি DNS

সেমিফাইনাল[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
সেমিফাইনাল ২ রেবেকা সোনি  মার্কিন যুক্তরাষ্ট্র ২:২২.৬৪ Q
সেমিফাইনাল ১ লেইসেল জোন্স  অস্ট্রেলিয়া ২:২৩.০৪ Q
সেমিফাইনাল ২ মির্না জুকিচ  অস্ট্রিয়া ২:২৩.৭৬ Q, ER
সেমিফাইনাল ১ সারা নর্ডেনস্টাম  নরওয়ে ২:২৩.৭৯ Q, ER
সেমিফাইনাল ২ অ্যানামে পিয়ার্স  কানাডা ২:২৩.৯৪ Q
সেমিফাইনাল ১ য়ুলিয়া ইয়েফিমোভা  রাশিয়া ২:২৪.০০ Q
সেমিফাইনাল ১ মেগুমি তানেদা  জাপান ২:২৫.৪২ Q
সেমিফাইনাল ২ রাই কানেতো  জাপান ২:২৫.৬৫ Q
সেমিফাইনাল ১ স্যালি ফস্টার  অস্ট্রেলিয়া ২:২৬.৩৩
১০ সেমিফাইনাল ১ অ্যান পোলস্কা  জার্মানি ২:২৬.৭১
১১ সেমিফাইনাল ২ সেউল্কি জুং  দক্ষিণ কোরিয়া ২:২৬.৮৩
১২ সেমিফাইনাল ১ জোলিন হো্স্টম্যান  সুইডেন ২:২৭.১৪
১৩ সেমিফাইনাল ২ হুই কি  চীন ২:২৭.৬৩
১৪ সেমিফাইনাল ১ জিওং দারি  দক্ষিণ কোরিয়া ২:২৮.২৮
১৫ সেমিফাইনাল ২ সুজান ভ্যান বিল্জন  দক্ষিণ আফ্রিকা ২:২৮.৪৫
১৬ সেমিফাইনাল ২ এলিস ম্যাটিসেন  বেলজিয়াম ২:২৯.৬৪

ফাইনাল[সম্পাদনা]

ক্রম লেন নাম দেশ সময় টিকা
১ রেবেকা সোনি  মার্কিন যুক্তরাষ্ট্র ২:২০.২২ ডব্লিউআর
২ লেইসেল জোন্স  অস্ট্রেলিয়া ২:২২.০৫
৩ সারা নর্ডেনস্টাম  নরওয়ে ২:২৩.০২ ER
মির্না জুকিচ  অস্ট্রিয়া ২:২৩.২৪ NR
য়ুলিয়া ইয়েফিমোভা  রাশিয়া ২:২৩.৭৬ NR
অ্যানামে পিয়ার্স  কানাডা ২:২৩.৭৭ NR
রাই কানেতো  জাপান ২:২৫.১৪
মেগুমি তানেদা  জাপান ২:২৫.২৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Cowley, Michael (২০০৬-০২-০২)। "Lethal again: Jones beats own record"The Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬