২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ২০০মিটার ব্যাকস্ট্রোক | ||||||||||
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৩ই আগস্ট (হিট) ১৫ই আগস্ট (ফাইনাল) | |||||||||
প্রতিযোগী | ৩৩ টি দেশের ৪২জন প্রতিযোগী | |||||||||
পদকবিজয়ী | ||||||||||
| ||||||||||
«২০০৪ | ২০১২» |
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ ![]() | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০০মিটার ব্যাকস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৩ ও ১৫ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্যাকস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।
সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছ'টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।
২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১:৫৯.৭২সেকেন্ড(A মান) এবং ২:০৩.৯০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।
পরিচ্ছেদসমূহ
রেকর্ড[সম্পাদনা]
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ![]() ![]() |
১:৫৪.৩২ | মেলবোর্ন, অস্ট্রেলিয়া ওমাহা, যুক্তরাষ্ট্র |
৩০শে মার্চ ২০০৭ ৪ঠা জুলাই ২০০৮ |
[১] [২] |
অলিম্পিক রেকর্ড | ![]() |
১:৫৪.৯৫ | অ্যাথেন্স, গ্রীস | ১৯শে আগস্ট ২০০৪ | - |
এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১৫ই আগস্ট | ৫ম হিট | রায়ান লখটে | ![]() |
১:৫৩.৯৪ | OR |
হিট[সম্পাদনা]
সেমিফাইনাল[সম্পাদনা]
ক্রম | হিট | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
১ | সেমিফাইনাল ১ | ৪ | অ্যারন পেইর্সল | ![]() |
১:৫৫.২৬ | Q |
২ | সেমিফাইনাল ২ | ৪ | রায়ান লখটে | ![]() |
১:৫৫.৪০ | Q |
৩ | সেমিফাইনাল ২ | ৫ | মার্কাস রোগান | ![]() |
১:৫৬.৩৪ | Q |
৪ | সেমিফাইনাল ২ | ৬ | রিয়োসুকি ইরি | ![]() |
১:৫৬.৩৫ | Q |
৫ | সেমিফাইনাল ১ | ২ | রাজভান ইওনাত ফ্লোরিয়া | ![]() |
১:৫৬.৪৫ | Q |
৬ | সেমিফাইনাল ২ | ৩ | গ্রেগর টেইট | ![]() |
১:৫৬.৭২ | Q |
৭ | সেমিফাইনাল ১ | ৩ | হেডেন স্টোইকেল | ![]() |
১:৫৬.৭৩ | Q, OC |
৮ | সেমিফাইনাল ১ | ৫ | আর্কাদি ভিয়াচানিন | ![]() |
১:৫৬.৮৫ | সুইম-অফ |
৯ | সেমিফাইনাল ২ | ৭ | হেলগে মিউ | ![]() |
১:৫৬.৮৫ | সুইম-অফ |
১০ | সেমিফাইনাল ২ | ২ | অ্যাশলে ডেলানি | ![]() |
১:৫৭.৭৩ | |
১১ | সেমিফাইনাল ১ | ৭ | ডেমিয়ানো লেস্টিঙ্গি | ![]() |
১:৫৮.২৫ | |
১২ | সেমিফাইনাল ২ | 8 | কিথ বিভার্স | ![]() |
১:৫৮.৫০ | |
১৩ | সেমিফাইনাল ২ | ১ | জর্জ ডু র্যান্ড | ![]() |
১:৫৮.৬১ | |
১৪ | সেমিফাইনাল ১ | ৬ | গর্ডন কোজুল | ![]() |
১:৫৯.২২ | |
১৫ | সেমিফাইনাল ১ | ৮ | টোবিয়াস ওরিওল | ![]() |
১:৫৯.৫০ | |
১৬ | সেমিফাইনাল ১ | 1 | স্তানিস্লাভ দোনেৎস | ![]() |
১:৫৯.৮৭ |
সুইম-অফ[সম্পাদনা]
যেহেতু ভিয়াচানিন ও মিউয়ের সেমিফাইনালে সময় একই ছিল তাই তাদের সমতা ভাঙ্গার জন্য এই প্রতিযোগিতা হয়। আর এতে জিতে ভিয়াচানিন ফাইনালে যান।
ক্রম | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | আর্কাদি ভিয়াচানিন | ![]() |
১:৫৭.৭৫ | Q |
২ | ৫ | হেলগে মিউ | ![]() |
২:০০.৯৭ |
ফাইনাল[সম্পাদনা]
ক্রম | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|
![]() |
৫ | রায়ান লখটে | ![]() |
১:৫৩.৯৪ | ডব্লিউআর |
![]() |
৪ | অ্যারন পেইর্সল | ![]() |
১:৫৪.৩৩ | |
![]() |
৮ | আর্কাদি ভিয়াচানিন | ![]() |
১:৫৪.৯৩ | ER |
৪ | ৩ | মার্কাস রোগান | ![]() |
১:৫৫.৪৯ | NR |
৫ | ৬ | রিয়োসুকি ইরি | ![]() |
১:৫৫.৭২ | |
৬ | ১ | হেডেন স্টোইকেল | ![]() |
১:৫৬.৩৯ | OC |
৭ | ২ | রাজভান ইওনাত ফ্লোরিয়া | ![]() |
১:৫৬.৫২ | |
৮ | ৭ | গ্রেগর টেইট | ![]() |
১:৫৭.০০ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Clarey, Christopher (২০০৭-০৩-৩১)। "American sets a record, but, no, it's not Phelps"। The New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।
- ↑ Van Valkenburg, Kevin (২০০৮-০৭-০৫)। "Phelps in a world of his own"। The Baltimore Sun। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।