২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ৪০০মিটার ব্যক্তিগত মেডলি

স্টেফানি রাইস
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ৯ই আগস্ট (হিট)
১০ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী ৩৮জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   অস্ট্রেলিয়া
রৌপ্য পদক   জিম্বাবুয়ে
ব্রোঞ্জ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ৪০০মিটার ব্যক্তিগত মেডলি বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১০ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে মেডলি সাঁতারের প্রতিযোগিতা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, তাই এই প্রতিযোগিতায় পুলটি প্রথম দুইবার বাটারফ্লাই স্ট্রোক, দ্বিতীয় দুইবার ব্যাকস্ট্রোক, তৃতীয় জোড়া ব্রেস্টস্ট্রোক এবং শেষ দুইবার ফ্রিস্টাইল সাঁতরে পার করতে হয়। সাঁতারের অন্যান্য বিভাগের মত এই ফ্রিস্টাইল অংশে সাঁতারুরা বাটারফ্লাই বা ব্যাকস্ট্রোক বা ব্রেস্টস্ট্রোক ব্যবহার করতে পারেন না; ফলে বেশিরভাগ সাঁতারু এই বিভাগে ফ্রন্ট ক্রল করেন।

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট পাঁচটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৪:৪৫.১০সেকেন্ড(A মান) এবং ৪:৫৫.০৬সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড[সম্পাদনা]

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  কেটি হফ (USA) ৪:৩১.১২ ওমাহা, USA ২৯শে জুন ২০০৮ [১]
অলিম্পিক রেকর্ড  য়ানা ক্লোচকোভা (UKR) ৪:৩৩.৫৯ সিডনি, অস্ট্রেলিয়া ১৬ই সেপ্টেম্বর ২০০০ -

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১০ই আগস্ট ফাইনাল স্টেফানি রাইস  অস্ট্রেলিয়া ৪:২৯.৪৫ OR WR

হিট[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
এলিজাবেথ বেইসেল  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:৩৪.৫৫ Q
কেটি হফ  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:৩৪.৬৩ Q
আলেসিয়া ফিলিপি  ইতালি ৪:৩৫.১১ Q
স্টেফানি রাইস  অস্ট্রেলিয়া ৪:৩৫.১১ Q
য়ানা মার্টিনোভা  রাশিয়া ৪:৩৬.২৫ Q
লি ঝুয়াংঝু  চীন ৪:৩৬.৩৫ Q
কির্স্টি কভেন্ট্রি  জিম্বাবুয়ে ৪:৩৬.৪৩ Q
হানা মিলে  গ্রেট ব্রিটেন ৪:৩৬.৫৬ Q
কাতার্ঝিনা বারানৌস্কা  পোল্যান্ড ৪:৩৬.৯৫ NR
১০ ক্যাথেরিন মিকলিম  দক্ষিণ আফ্রিকা ৪:৩৭.১১
১১ মাইকো ফুজিনো  জাপান ৪:৩৭.৩৫
১২ কাটিঙ্কা হোসজু  হাঙ্গেরি ৪:৩৭.৫৫
১৩ সুজানা জ্যাকবস  হাঙ্গেরি ৪:৩৭.৮৬
১৪ মিরেইয়া বেলমন্ট  স্পেন ৪:৩৭.৯১
১৫ কেরি-অ্যান পাইন  গ্রেট ব্রিটেন ৪:৩৮.৬৯
১৬ অ্যাঞ্জা ক্লিনার  স্লোভেনিয়া ৪:৩৮.৯০
১৭ জোয়ানা মারানহাও  ব্রাজিল ৪:৪০.১৮
১৮ সারা নর্ডেনস্টাম  নরওয়ে ৪:৪০.২৮ NR
১৯ ক্যামিল মাফেট  ফ্রান্স ৪:৪০.২৯
২০ তানিয়া হাঙ্কস  কানাডা ৪:৪০.৬৩
২১ জেসিকা পেঙ্গেলি  দক্ষিণ আফ্রিকা ৪:৪১.০৪
২২ সামান্থা হ্যামিল  অস্ট্রেলিয়া ৪:৪১.৮৯
২৩ জোয়ান অ্যান্ড্রাকা  ফ্রান্স ৪:৪৩.৮৮
২৪ হেলেন নরফোক  নিউজিল্যান্ড ৪:৪৪.২২
২৫ লিউ জিং  চীন ৪:৪৪.৯৬
২৬ জর্ডিস স্টেইনেগার  অস্ট্রিয়া ৪:৪৫.১৫
২৭ সাওরি হারুগুচি  জাপান ৪:৪৫.২২
২৮ য়ু-সিওন নাম  দক্ষিণ কোরিয়া ৪:৪৬.৭৪
২৯ অ্যালেক্সা কোমারনিচকি  কানাডা ৪:৪৬.৯৮
৩০ সুসানা এস্কোবার  মেক্সিকো ৪:৪৭.৩২
৩১ স্বেটলানা কার্পিভা  রাশিয়া ৪:৫০.২২
৩২ টিং ওয়েন কোয়াহ  সিঙ্গাপুর ৪:৫১.২৫
৩৩ ক্যাথরিনা শিলার  জার্মানি ৪:৫১.৫২
৩৪ ই ওয়ে লিউ  মালয়েশিয়া ৪:৫৫.৮৩
৩৫ আনা-লিসা পোল্ড  এস্তোনিয়া ৪:৫৮.২১
৩৬ জর্জিনা বার্ডাখ  আর্জেন্টিনা ৫:০০.৮৭
৩৭ নিমিতা থাভিসুপসুনথর্ন  থাইল্যান্ড ৫:০২.১৮
৩৮ মারৌয়া মাথলুথি  তিউনিসিয়া DNS

ফাইনাল[সম্পাদনা]

ক্রম লেন নাম দেশ সময় টিকা
১ স্টেফানি রাইস  অস্ট্রেলিয়া ৪:২৯.৪৫ ডব্লিউআর
২ কির্স্টি কভেন্ট্রি  জিম্বাবুয়ে ৪:২৯.৮৯ AF
৩ কেটি হফ  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:৩১.৭১
এলিজাবেথ বেইসেল  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:৩৪.২৪
আলেসিয়া ফিলিপি  ইতালি ৪:৩৪.৩৪
হানা মিলে  গ্রেট ব্রিটেন ৪:৩৯.৪৪
য়ানা মার্টিনোভা  রাশিয়া ৪:৪০.০৪
লি ঝুয়াংঝু  চীন ৪:৪২.১৩

AF = আফ্রিকান রেকর্ড (African record)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Crouse, Karen (২০০৮-০৬-৩০)। "Rival's fast finish propels Phelps to another record"The New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬ 

টেমপ্লেট:Footer Olympic Champions 400 m Individual Medley Women