২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ৪ x ১০০ মিটার মেডলি রিলে
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ৪ x ১০০মিটার মেডলি রিলে | |
---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার |
তারিখ | ১৫ই আগস্ট (যোগ্যতানির্ণায়ক পর্ব) ১৭ই আগস্ট (ফাইনাল) |
প্রতিযোগী | ১৬টি দেশের |
পদকবিজয়ী | |
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ৪×১০০মিটার মেডলি রিলে বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৫ (যোগ্যতাপর্ব) ও ১৭ (ফাইনাল) তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে মেডলি সাঁতারের রিলে হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, একটি চারজনের দলের প্রত্যেক প্রতিযোগী পুলটি দুইবার অতিক্রম করে এবং প্রত্যেকে পৃথক সন্তরণ পদ্ধতি প্রয়োগ করে। প্রথম জন ব্যাকস্ট্রোক, দ্বিতীয় জন ব্রেস্টস্ট্রোক তৃতীয় জন বাটারফ্লাই স্ট্রোক এবং শেষ প্রতিযোগী ফ্রিস্টাইল (সাঁতারের অন্যান্য বিভাগের মত এই ফ্রিস্টাইল অংশে সাঁতারুরা বাটারফ্লাই বা ব্যাকস্ট্রোক বা ব্রেস্টস্ট্রোক ব্যবহার করতে পারেন না; ফলে বেশিরভাগ সাঁতারু এই বিভাগে ফ্রন্ট ক্রল করেন।) প্রয়োগ করেন।
পূর্ববর্তী সাঁতারু দেওয়াল ধরার পরেই পরবর্তী সাঁতারু জলে ঝাঁপাতে পারে; ফলে এই প্রতিযোগিতায় পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অপরিসীম।
ফাইনাল ছাড়া সর্বমোট দু'টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক আটটি দল অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর কোনো দলের অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮টি দল নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটটি দল পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে একটি দলে সদস্য বদল হতে পারে। পদকজয়ী দলের সকল সদস্য পদক পেলেও পদক বিতরণ অনুষ্ঠানে শুধুমাত্র ফাইনালে অংশগ্রহণকারী দলের চার সদস্যই আরোহণ করতে পারে।
মোট ১৬টি NOC এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। এই ১৬টি NOC-এর মধ্যে ২০০৭ বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপেসেরা সময় করা ১২টি দল ছিল; সেই সঙ্গে ছিল যোগ্যতা নির্ণায়ক পর্বে সেরা সময় করা প্রথম ৪টি দল।
২০০৮ অলিম্পিকের সর্বশেষ ইন্ডোর সন্তরণ প্রতিযোগিতা ছিল এই ৪ x ১০০ মেডলি। যুক্তরাষ্ট্রের দলের জয়ের ফলে, মাইকেল ফেলপস তার অষ্টম স্বর্ণপদক জয় করেন বেইজিং অলিম্পিকে, সেইসঙ্গে স্বদেশীয় মার্ক স্পিৎজের করা একটি অলিম্পিকে সর্বাধিক সোনা জয়ের রেকর্ড ভাঙেন।
* যে সকল সাঁতারু শুধুমাত্র হিটে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সুবাদে পদক জিতেছিলেন।
রেকর্ড
[সম্পাদনা]এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | মার্কিন যুক্তরাষ্ট্র (USA) অ্যারন পের্সল (৫৩.৪৫) ব্রেন্ডন হ্যানসেন (৫৯.৩৭) ইয়ান ক্রুকার (৫০.২৮) জ্যাসন লেজাক (৪৭.৫৮) |
৩:৩০.৬৮ | অ্যাথেন্স, গ্রীস | ২১শে আগস্ট ২০০৪ | [১] |
অলিম্পিক রেকর্ড | মার্কিন যুক্তরাষ্ট্র (USA) অ্যারন পের্সল (৫৩.৪৫) ব্রেন্ডন হ্যানসেন (৫৯.৩৭) ইয়ান ক্রুকার (৫০.২৮) জ্যাসন লেজাক (৪৭.৫৮) |
৩:৩০.৬৮ | অ্যাথেন্স, গ্রীস | ২১শে আগস্ট ২০০৪ | [১] |
এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১৭ই আগস্ট | ফাইনাল | অ্যারন পের্সল ব্রেন্ডন হ্যানসেন মাইকেল ফেলপস জ্যাসন লেজাক |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৩:২৯.৩৪ | OR | WR |
যোগ্যতাপর্বের সারাংশ
[সম্পাদনা]স্থান | NOC | যোগ্যতা | |
---|---|---|---|
১ | জাপান | FINA বিশ্ব চ্যাম্পিয়নশিপ | |
২ | রাশিয়া | ||
৩ | দক্ষিণ আফ্রিকা | ||
৪ | অস্ট্রেলিয়া | ||
৫ | ফ্রান্স | ||
৬ | গ্রেট ব্রিটেন | ||
৭ | ইতালি | ||
৮ | রোমানিয়া | ||
৯ | ব্রাজিল | ||
১০ | ইউক্রেন | ||
১১ | নিউজিল্যান্ড | ||
১২ | বেলারুশ | ||
১৩ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩:৩৪.৩৭ | বাকিদের মধ্যে ৪টি সেরা দল |
১৪ | কানাডা | ৩:৩৪.৯৯ | |
১৫ | ক্রোয়েশিয়া | ৩:৩৬.৩২ | |
১৬ | সুইডেন | ৩:৩৬.৮৫ |
হিট
[সম্পাদনা]ফাইনাল
[সম্পাদনা]ক্রম | লেন | NOC | নাম | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৪ | মার্কিন যুক্তরাষ্ট্র | অ্যারন পের্সল ৫৩.১৬ ব্রেন্ডন হ্যানসেন ৫৯.২৭ মাইকেল ফেলপস ৫০.১৫ জ্যাসন লেজাক ৪৬.৭৬ |
৩:২৯.৩৪ | ডব্লিউআর | |
৫ | অস্ট্রেলিয়া | হেডেন স্টোয়কেল ৫৩.৮০ ব্রেন্টন রিকার্ড ৫৮.৫৬ অ্যান্ড্রু লটারস্টেইন ৫১.০৩ এমোন সুলিভান ৪৬.৬৫ |
৩:৩০.০৪ | OC | |
৩ | জাপান | জুনিচি মিয়াশিতা ৫৩.৮৭ কোসুকে কিতাজিমা ৫৮.০৭ তাকুরো ফুজি ৫০.৮৯ হিসায়োশি সাতো ৪৮.৩৫ |
৩:৩১.১৮ | AS | |
৪ | ৬ | রাশিয়া | আর্কাদি ভিয়াচানিন ৫৩.৩৬ রোমান স্লৌডনভ ৫৯.৪৫ ইভজেনি কোরোতিশ্কিন ৫১.৬২ ইভজেনি লাগুনভ ৪৭.৪৯ |
৩:৩১.৯২ | ER |
৫ | ৭ | নিউজিল্যান্ড | ড্যানিয়েল বেল ৫৪.৭৪ গ্লেন স্নাইডার ৫৯.৮৭ কর্নি সোয়ানপোল ৫১.৭৮ ক্যামেরন গিবসন ৪৭.০০ |
৩:৩৩.৩৯ | NR |
৬ | ২ | গ্রেট ব্রিটেন | লিয়াম ট্যানকক ৫৪.৬৯ ক্রিস্টোফার কুক ৫৯.৬৫ মাইকেল রক ৫২.০২ সাইমন বার্নেট ৪৭.৩৩ |
৩:৩৩.৬৯ | NR |
৭ | ১ | দক্ষিণ আফ্রিকা | গেরহার্ড ঝ্যান্ডবার্গ ৫৪.৬৯ ক্যামেরন ভ্যান ডার বার্গ ৫৯.৪০ লিন্ডন ফার্নস ৫১.৩৯ ড্যারিয়েন টাউনসেন্ড ৪৮.২২ |
৩:৩৩.৭০ | AF |
— | ৮ | ইতালি | মার্কো ডি টোরা ৫৪.৫২ লোরিস ফেচ্চি ১:০০.৫৫ ম্যাটিয়া নালেসো ৫২.২৬ ফিলিপো ম্যাগনিনি (ভুল শুরু) |
DSQ |
- Q = যোগ্যতাঅর্জনকারী (Qualified), DSQ = অপসৃত (Disqualified)
- WR = বিশ্ব রেকর্ড (World Record), OR = অলিম্পিক রেকর্ড (Olympic Record)
- AF = আফ্রিকান রেকর্ড (African Record), AS = এশীয় রেকর্ড (Asian Record), ER = ইউরোপীয় রেকর্ড (European Record), OC = ওশেনীয় রেকর্ড (Oceania Record)
- CR = কমনওয়েল্থ রেকর্ড (Commonwealth Record), NR = জাতীয় রেকর্ড (National Record)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Zinser, Lynn (২০০৪-০৮-২২)। "U.S. men smash record to take the final gold"। The New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-১৩।