স্টিভ ও'রোর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Steve O'Rourke থেকে পুনর্নির্দেশিত)
স্টিভ ও'রোর্ক
জন্ম(১৯৪০-১০-০১)১ অক্টোবর ১৯৪০
মৃত্যু৩০ অক্টোবর ২০০৩(2003-10-30) (বয়স ৬৩)
জাতীয়তাযুক্তরাজ্য
পেশাসঙ্গীত ব্যবস্থাপক
কর্মজীবন১৯৬৮–২০০৩

স্টিভ ও'রোর্ক ((১৯৪০-১০-০১)১ অক্টোবর ১৯৪০ – ৩০ অক্টোবর ২০০৩(২০০৩-১০-৩০)) ছিলেন ব্রিটিশ সঙ্গীত ব্যবস্থাপক। তিনি ১৯৬৮ সালে সিড ব্যারেটের পিংক ফ্লয়েড ত্যাগের পর দলটির ব্যবস্থাপকের দ্বায়িত্ব নেন। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত ব্যান্ডটির ব্যবস্থাপক ছিলেন, বেস বাদক এবং প্রধান গীতিকার রজার ওয়াটার্সের সাথে ব্যান্ডের বিভাজনের বিষয়ে আলোচনা করেছিলেন।

জীবন এবং পিংক ফ্লয়েড ব্যবস্থাপক[সম্পাদনা]

স্টিভ ও'রোর্ক লন্ডনের উইলসডেনে ১ অক্টোবর ১৯৪০ সালে জন্ম নেন। তার বাবা টমি ও'রোর্ক আয়ারল্যান্ডের পশ্চিমে অরণ দ্বীপে মৎস্যজীবী ছিলেন। তিনি রবার্ট ফ্ল্যাহার্টির ম্যান অব আরান প্রামাণ্য চলচ্চিত্রের আনুষ্ঠানিক প্রদর্শনীর জন্য লন্ডন সফর করেছিলেন, যেখানে তিনি হাঙ্গর শিকারী হিসেবে অভিনয় করেছিলেন। পরবর্তীতে তিনি উইলসডেনের শহরতলিতে স্থায়ী হয়েছিলেন।[১]

ও'রোর্ক হিসাবরক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং জুনিয়র প্রতিনিধী এবং বুক কিপার হিসেবে ব্রায়ান মরিসন এজেন্সির, যা এনইএমএস এন্টারপ্রাইজেসের অংশ হয়েছিল, সাথে কাজ করেছিলেন।[১] প্রাথমিকভাবে ও'রোর্ক পিংক ফ্লয়েডের জন্য গিগ বুক করেছিলেন, যখন ব্যান্ডটি পিটার জেনার এবং অ্যান্ড্রু কিংয়ের পরিচালনাধীন ছিল। ১৯৬৮ সালে যখন পিংক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা সদস্য সিড ব্যারেট দল থেকে পৃথক হয়েছিলেন, কিং এবং জেনার ব্যারেটের সাথে কাজ অব্যহত রাখেন এবং ও'রোর্ক ব্যান্ডটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।[১] ১৯৭০-এর দশকের গোড়ার দিকে, ও'রোর্ক এনইএমএস এনইএমএস ছেড়ে গিয়েছিলেন এবং নিজের মেয়ে ইমা কেটের নামানুসারে ইএমকেএ প্রোডাকশন্স নামে নিজস্ব সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।[১] পরবর্তীকালে তিনি আরও একটি কন্যা ও তিন পুত্রের জন্ম দিয়েছেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Steve O'Rourke obituary"দ্য ডেইলি টেলিগ্রাফ। ৫ নভেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১২