নীল চিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Plumbago auriculata থেকে পুনর্নির্দেশিত)

নীল চিতা
Plumbago auriculata
Plumbago auriculata
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Caryophyllales
পরিবার: Plumbaginaceae
গণ: Plumbago
প্রজাতি: P. auriculata
দ্বিপদী নাম
Plumbago auriculata
Lam.

নীল চিতা (ইংরেজি: blue plumbago, Cape plumbago বা Cape leadwort), (বৈজ্ঞানিক নাম: Plumbago auriculata হচ্ছে Plumbaginaceae পরিবারের একটি উদ্ভিদ। এটি দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ।[১][২] এই গাছটি প্রায় ৬ ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতে পারে। এটি সাদা রঙেও দেখা যায়।

পুষ্প[সম্পাদনা]

নীল চিতা

এর ফুল সারা বছর ফোটে রোদে ফুল ফোটে সবচেয়ে বেশি। তবে কম আলোতেও এর ফুল ফোটে।থোকায় থোকায় ফুল ফোটে।এবং এ ফুলের সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে।সাদা চিতার ফুলই শুধু ঔষধিগুণ সম্পন্ন।তবে সব চিতা গাছই বিষাক্ত[৩]

বর্ণান[সম্পাদনা]

নীল চিতা

গাছটি চিরসবুজ এবং ঝোপালো হয়ে থাকে।প্রায়শই এটি লতা হিসেবে উথ্থিত হয়। সারা বছর ফুল দেয়।গাছের পাতা চকচকে সবুজ এটি প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা(২ইঞ্চি)[৪]। কাণ্ড দীর্ঘ এবং পাতলা। ফুলের পঁচটি পাপড়ি। রং ফ্যাকাশে নীল,নীল অথবা বেগুনি[৫]। সাদা(P. auriculata var. alba), গাঢ় নীল(P. auriculata 'Royal Cape') এর ডিম্বাশয় উচ্চতর প্রকৃতির।ফুল সম্পূর্ণ এবং নিখুত।

চিত্রশালা[সম্পাদনা]

নীল চিতা
নীল চিতা
নীল চিতা
নীল চিতা
নীল চিতা

চাষাবাদ[সম্পাদনা]

এটা তুষারপাতমুক্ত নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো জন্মে।তবে তুষারপাত হয় এমন এলাকায় এ উদ্ভিদ জন্মায় না তা নয়।সেখানে কাচের ঘরে এর চারা বসানো হয়।এটি গ্রীন হাউজ পদ্ধতি। আলোতেই এ গাছ জন্মে সবচেয়ে ভালো জন্মে।তবে আলো-ছায়াতেও জন্মে।

এই প্রজাতি  [৬] এবং সাদা ফুলের (P. auriculata f. alba ) [৭] উভয় অর্জন করেছেন রয়েল হর্টিকালচারাল সোসাইটি এর গার্ডেন অফ মেরিট অ্যাওয়ার্ড[৮]

গ্রীষ্মে বীজ,কাটিং আর অরক্ষিত যৌন প্রজনেনের এর মাধ্যমে এর বংশ বিস্তার হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Botanica. The Illustrated AZ of over 10000 garden plants and how to cultivate them", p 691. Könemann, 2004. আইএসবিএন ৩-৮৩৩১-১২৫৩-০
  2. Nico Vermeulen:"The Complete Encyclopedia of Container Plants", p. 216. Rebo International, Netherlands, 1998. আইএসবিএন ৯০-৩৬৬-১৫৮৪-৪
  3. "ফুলের নাম-নীল চিতা"। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. নীল চিতা। "ফুলের নাম-"। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. নীল চিতা। "পুষ্প কথন" 
  6. "Plumbago auriculata" 
  7. Plumbago auriculata f. alba". (Retrieved 23 February 2020)। ""RHS Plant Selector-"  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  8. Plumbago auriculata। "School of Horticulture Plant Database"  line feed character in |শিরোনাম= at position 23 (সাহায্য)