বিষয়বস্তুতে চলুন

ভৌত নীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Physical law থেকে পুনর্নির্দেশিত)
বৈজ্ঞানিক তত্ত্ব কোনকিছু কেন ঘটে তা ব্যাখ্যা করে, অন্যদিকে বৈজ্ঞানিক আইন যা ঘটেছিল তা বর্ণনা করে।

একটি ভৌত নীতি বা বৈজ্ঞানিক নীতি বা প্রাকৃতিক নীতি হল এক ধরনের বৈজ্ঞানিক সাধারণ ধারণা যা ভৌত আচারসমূহের প্রায়োগিক পর্যবেক্ষণের মাধ্যমে মাধ্যমে গঠিত হয়। কিংবা একে একেবারে সাধারণভাবে বলতে গেলে এটি এক ধরনের গাণিতিক বা যৌক্তিক সংজ্ঞাও হতে পারে। অনেক বছর ধরে পরিচালিত সুনির্দিষ্ট বৈজ্ঞানিক গবেষণা এবং পরীক্ষণের সার বা নির্যাস হচ্ছে এই প্রায়োগিক নীতিসমূহ। এই ভৌত নীতিগুলো এ কারণে বৈজ্ঞানিক সমাজ কর্তৃক সর্বজনীনভাবে গ্রহণযোগ্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]