হোর্হে বুরুচাগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Jorge Burruchaga থেকে পুনর্নির্দেশিত)
হোর্হে বুরুচাগা
১৯৮৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর উদযাপন করছেন বুরুচাগা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হোর্হে লুইস বুরুচাগা
জন্ম (1962-10-09) ৯ অক্টোবর ১৯৬২ (বয়স ৬১)
জন্ম স্থান গুয়ালেগুয়ে, আর্জেন্টিনা
উচ্চতা ১.৭৭ মিটার[১]
মাঠে অবস্থান মিডফিল্ডার, ফরোয়ার্ড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৭৯–১৯৮১ আর্সেনাল দে সারান্ডি ৪৯ (৭)
১৯৮১–১৯৮৫ ইন্ডিপেনডিয়েন্ট ১৪৬ (৫৩)
১৯৮৫–১৯৯২ নান্টেস ১৪০ (২৭)
১৯৯২–১৯৯৩ ভ্যালেনসিয়েনেস ৩২ (১০)
১৯৯৫–১৯৯৮ ইন্ডিপেনডিয়েন্ট ৮৯ (১৯)
মোট ৪৫৬ (১১৬)
জাতীয় দল
১৯৮১ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ (০)
১৯৮৩–১৯৯০ আর্জেন্টিনা ৫৯ (১৩)
পরিচালিত দল
২০০২–২০০৫ আর্সেনাল দে সারান্ডি
২০০৫–২০০৬ এস্টুডিয়ান্টেস
২০০৬–২০০৭ ইন্ডিপেনডিয়েন্ট
২০০৮–২০০৯ বেনফিল্ড
২০০৯–২০১০ আর্সেনাল দে সারান্ডি
২০১১–২০১২ লিবারটেড
২০১২–২০১৪ অ্যাটলেটিকো ডি রাফায়েলা
২০১৫–২০১৬ অ্যাটলেটিকো ডি রাফায়েলা
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
বিজয়ী ১৯৮৬ মেক্সিকো
রানার-আপ ১৯৯০ ইতালি
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

হোর্হে লুইস বুরুচাগা (স্পেনীয় উচ্চারণ: [ˈxoɾxe βuruˈtʃaɣa]; জন্ম ৯ অক্টোবর ১৯৬২), ডাকনাম বুরু একজন আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন কোচ এবং সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি মিডফিল্ডার এবং ফরোয়ার্ড উভয় পজিশনে খেলতে পারতেন এবং তিনি ১৯৮৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে বিজয়ী গোলটি করেছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "হোর্হে বুরুচাগা"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৫ 
  2. "World Cup 2014: 100 great World Cup moments – 41 days to go"। BBC Sport। ২ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪