সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(J. R. Mudassir Husain থেকে পুনর্নির্দেশিত)
মাননীয় প্রধান বিচারপতি
সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন
১৪তম বাংলাদেশের প্রধান বিচারপতি
কাজের মেয়াদ
২৭ জানুয়ারি ২০০৪ – ২৮ ফেব্রুয়ারি ২০০৭
পূর্বসূরীবিচারপতি কে. এম. হাসান
উত্তরসূরীবিচারপতি মোঃ রুহুল আমিন
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ মার্চ ১৯৪০
লস্করপুর, হবিগঞ্জ, ব্রিটিশ ভারত (বর্তমান: বাংলাদেশ)
নাগরিকত্ব বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
বাসস্থানঢাকা
পেশাআইন
জীবিকাআইনবিদ
ধর্মইসলাম

বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন (জন্ম ১ মার্চ ১৯৪০) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ১৪-তম প্রধান বিচারপতি[১][২]

জন্ম ও পারিবারিক পরিচিতি[সম্পাদনা]

সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা সৈয়দ মুমিদুল হোসেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।[৩] বিচারপতি সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন (১৯১৭ - ২ আগস্ট ১৯৮১) বাংলাদেশের ২য় প্রধান বিচারপতি সম্পর্কে তার আপন চাচা।

কর্মজীবন[সম্পাদনা]

২০০৪ সালের ২৬ জানুয়ারি তারিখে বিচারপতি কে. এম. হাসানের অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১৪-তম প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেনকে নিয়োগ প্রদান করেন এবং তিনি ২০০৪ সালের ২৭ জানুয়ারি তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তরফ অঞ্চলের সাহিত্যিক সৈয়দ আবুল হোসেন"। ১৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫ 
  2. লস্করপুর ইউনিয়ন তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন"শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২ 

বহি:সংযোগ[সম্পাদনা]