গ্রিক আদ্যকালীন দেবদেবী
অবয়ব
(Greek primordial gods থেকে পুনর্নির্দেশিত)
গ্রিক দেবতা ধারাবাহিক |
---|
আদিম দেবতাগণ |
Chthonic deities |
যেসব গ্রিক দেবতারা মলিক, অরথাত যারা বৈশ্বিক ডিম হতে প্রথম বেরিয়ে এসেছিল তাদেরকে গ্রিক আদ্যকালীন দেবতাগণ বলা হয়।
- হেসিয়দ অনুযায়ী ক্যাওস প্রথমে বৈশ্বিক ডিম থেকে বেরিয়ে আসে। এরপর একে একে গেইয়া, তার্তারাস ও ঈরস বৈশ্বিক ডিম থেকে বেরিয়ে আসে। এই মোলিক চারজন দেবতাদের সন্তানেরা হল এরেবাস, পন্তাস, ঔরীয়া, নিক্স, হেমেরা, ঈথার, থ্যালাসা, ইউরেনাস। এদেরকেও আদ্যকালীন দেবতাদের মধ্যে ধরা হয়।
- হেসিয়দ ব্যতীত অন্য লেখকেরা যেমন- হোমার, অ্যাপোলোডোরাস এদের লিখিত লিপিতে ক্রোনোস, অ্যানান্কে, থিসিস, হাইড্রাস, ফেনিস, ফিউসিস এদেরকেও আদি দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |