গিফোর্ড লেকচার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Gifford Lectures থেকে পুনর্নির্দেশিত)

গিফোর্ড লেকচার্স হলো একটি বার্ষিক ধারাবাহিক বক্তৃতা যা ১৮৮৭ সালে অ্যাডাম গিফোর্ড, লর্ড গিফোর্ডের উইলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর অর্থে এই সিরিজ বক্তৃতার উদ্দেশ্য হলো প্রাকৃতিক ধর্মতত্ত্বের প্রচার ও বিস্তার। অন্য কথায়, এর উদ্দেশ্য হলো 'ঈশ্বরের জ্ঞানের' বিকাশে সহায়তা প্রদান। গিফোর্ড বক্তৃতা প্রদানের আমন্ত্রণ স্কটল্যান্ডের একাডেমিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ এক সম্মান। স্কটল্যান্ডের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই বক্তৃতা প্রদান করা হয়। এগুলো হলো সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়, গ্লাসগো বিশ্ববিদ্যালয়, এবারডিন বিশ্ববিদ্যালয় এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়। লেকচারগুলো সাধারণত পুরো একাডেমিক বছরে একটি সিরিজ আকারে উপস্থাপন করা হয় এবং এর বিষয়বস্তু বই আকারে প্রকাশ করা হয়। প্রকাশিত এমন অনেক পুস্তক ধর্মতত্ত্ব, দর্শন এবং ধর্ম ও বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে ক্লাসিকের মর্যাদা পেয়েছে।

লেকচারের তালিকা[সম্পাদনা]

এবারডিন[সম্পাদনা]

এডিনবরা[সম্পাদনা]

গ্লাসগো[সম্পাদনা]

সেন্ট অ্যান্ড্রুজ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2012-13 Gifford Lecture"Professor Steven Pinker: "The Better Angels of Our Nature: A History of Violence and Humanity"। University of Edinburgh College of Humanities and Social Science website। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৩ 
  2. "Herbert Butterfield"The Gifford Lectures। ১৮ আগস্ট ২০১৪। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  3. Gifford Lectures website entry; retrieved: 2013-08-04 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০৯-২৩ তারিখে

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]